শুধু একটা নিক চাই !
লিখেছেন লিখেছেন লন্ডন থেকে ১৪ মার্চ, ২০১৩, ০৭:৩৪:৩৪ সন্ধ্যা
নাইস সত্যিই নাইস কথা, গল্প ছাড়া লিখবে তুমি?
লাগবে একটা নিক !
মনের কথা প্রানের কথা বলবে দিকবিদিক!
নিকটা আমার লাগবে যে ভাই!
উপায় যে আর নাই,
সত্য কথা মিথ্যা কথা বলে শুধু নিক!
ডান বাম দুই হাত ঝগড়া বাধায় নিক
আস্তিক নাস্তিক বেজায় খুশি নিক আমি নিক!
নিক নিয়ে যতো কথা-
সামু এসবি টুডে-
এছাড়াও অন্য ব্লগে নিক যে শুধু ঘুরে!
নিক যে মোদের ভালোবাসা
বলে শুধু নিজের ভাষা-
লেখায় আনে প্রানের নেশা
নিক ছাড়া যে একবেলাও
কাটে না যে রাত !
একটি কাল্পনিক ছড়া যদি কারো সাথে মিলে যায় তার জন্য লেখক নিজে দায়ী নয় ।
লেখাটির সূত্র ব্লগার নাইস এর একটি পোষ্ট অবলম্বনে-
বিষয়: বিবিধ
১২১৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন