মন কাঁদে বাবার জন্য

লিখেছেন লিখেছেন লন্ডন থেকে ০৯ এপ্রিল, ২০১৪, ০৯:২৫:০৮ রাত

''মন কাদে যখন বাবাকে স্মরণ করি তখন

বাবা আমার বাবা সবার চেয়ে আলাদা

বাবার স্মৃতি মনে করে কাদিয়ে দিলে ভাই

এখন আমি কি করি উপায় যে আর নাই

বাবা ছিলো স্বর্গ আমার আল্লাহর পরে

আজ নেই বাবা আমার নিস্ব লাগে তাই

দোয়া করি সবার বাবা বেচে থাকুক

আজীবন তাই !

বাবা নেই বাবা নেই আজ আমি বুঝি

হারিয়েছি কি ?

জীবন যুদ্ধে জয়ী হতে

বাবা যে মোর চাই ।

বাবা জীবন বাবা স্বর্গ আর তো কেহ নাই

দুনিয়ার সকল বাবাদের সালাম দিতে চাই !''

দোয়া রইলো সকল বাবাদের জন্য ।

সালাম,

সম্মানিত সম্পাদক প্রিয় বাবার জন্য একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য ।

লিখতে পারি না তাই কি লিখবো !

বিষয়: বিবিধ

১৪০১ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

205389
০৯ এপ্রিল ২০১৪ রাত ০৯:৪১
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : আপনার বাবার প্রতি শ্রদ্ধঞ্জলি*
***************************

বাবার মৃত্যু জীবনের গতি বদলে দিলো
যৌবনের প্রারম্ভেই পরিণত হলাম
জীবন যুদ্ধের নবীন সৈনিক
ঝাপিয়ে পড়লাম কর্ম যজ্ঞের অতল সমুদ্রে
মানিক্য তালাসের প্রানান্তকর চেষ্টায়
বারে বারে ঢেউয়ের আঘাত পেলাম
পিছু ফিরিনি ফেরার পথ ছিল রুদ্ধ,

বাবার মুখখানা বারে বারে মনে পরে
মনে পরে স্নেহময় ভালোবাসার পরশ
আজ বাবা বুকের মধ্যে বাসকরে
আমায় শাসায় আদর করে
বাবার হাতেই প্রথম লিখতে শিখি
তাই প্রতিটি শব্দে বাবার স্পর্শ পাই,

বাবা ছিলেন শতকষ্টের শান্তনা
ছিলেন আমার আদর্শ শিক্ষক
আজ বাবা নেই পৃথিবী শূন্য লাগে
চলার পথ মনে হয় সঙ্গীহীন দুর্গম
শেষ হয়না পথচলা ফেরা হয়না ঘরে
যেখানে বাবার স্মৃতিগুলো-
শুধু আমার জন্য অপেক্ষা করে।[
205396
০৯ এপ্রিল ২০১৪ রাত ০৯:৫৪
মামুন আব্দুল্লাহ লিখেছেন : বাবাকে নিয়ে আমিও লিখেছি দোয়া করবেন আমার বাবার জন্যে আমি দোয়া করি আল্লাহ আপনার বাবাকে জান্নাতুল ফেরদাউস দান করুন । আমীন
205397
০৯ এপ্রিল ২০১৪ রাত ০৯:৫৪
ফেরারী মন লিখেছেন : বাবা বেঁচে আছে বলেই হয়তো এত সুন্দর সুন্দর কবিতা লিখতে পারি না। Sad Sad Sad

আপনার বাবার জন্য দোয়া রইলো যেন উনি বেহেশত লাভ করতে পারেন।
205406
০৯ এপ্রিল ২০১৪ রাত ১০:১০
শিশির ভেজা ভোর লিখেছেন : জাজাকাল্লা খায়র... অনেক ভালো লাগলো পড়ে। আরো বেশী বেশী লিখুন
205480
১০ এপ্রিল ২০১৪ রাত ০২:৫২
ভিশু লিখেছেন : খুব ভালো লাগ্লো...Happy Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File