প্রতিহিংসা ও হানাহানির রাজনীতি বন্ধ করুন !
লিখেছেন লিখেছেন লন্ডন থেকে ০৬ ফেব্রুয়ারি, ২০১৩, ০৬:১৮:৪৯ সকাল
আসুন আমরা প্রতিহিংসা ও হানাহানির রাজনীতি পরিহার করি । আমরা বর্হিবিশ্ব থেকে শিক্ষা গ্রহন করি ও প্রতিহিংসার রাজনীতি বন্ধ করে নতুন প্রজন্মকে এর অভিশাপ থেকে মক্ত করি। আজ নতুন প্রজন্ম আমাদের প্রবীন প্রজন্ম থেকে কি শিখছে? সংসদ অধিবেশনে গঠনমূলক আলোচনা না হয়ে শুধুই সমালোনার ও প্রতহিংসা চর্চা করা হচ্ছে । সংসদ অধিবেশন দেখে নতুন প্রজন্ম কিছু শিক্ষামূলক বক্তব্য না শুনে শুধু প্রতহিংসামূলক ও হিংসাত্নক বক্তব্য শুনছে এতে করে তরুন প্রজন্ম এক শ্রেনীর রাজনৈতিক নেতাদের ঘৃনার দৃষ্টিতে দেখতে । দেশে বছরের পর বছর শুধু ক্ষমতার পালা বদল হ্চেছ ; রাজনৈতিক আদর্শের বা রাজনৈতিক সংস্কৃতির কোনো রকম পরির্বতন হচ্ছে না । যে রাজনৈতিক দলই ক্ষমতায় আসে তারা শুধুই তাদের চিন্তা করে দেশের জনগনের চিন্তা করে না দেশের উন্নয়নের কথা ভাবে না । আমাদের দেশের নিয়ম হচ্ছে আমরা কারো সফলতার স্বীকৃতি দিতে চাই না । আমাদের দেশের সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ যখন কোনো সভা সেমিনারে কোনো বক্তৃতা প্রদান করে তাদের প্রতিটি কথায় শুধু তাদের প্রতিপক্ষকে উদ্দ্যেশ করে হিংসাত্নক বক্তব্য প্রদান করে । এতে করে এক দলের প্রতি আর দলের সত্রুতা ও ক্ষোভ বাড়ে আর এ ক্ষোভ থেকেই খুন খারাবি হানাহানি বাড়তে থাকে এতে করে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হয় । তাই আসুন আর নয় প্রতিহিংসা ও হানাহানির রাজনীতি , প্রতিহিংসা শুধুই প্রতিহিংসা বাড়ায়, আর সত্রু নয় বন্ধ হয়ে দেশকে বিশ্ব দরবারে একটি উন্নত দেশ হিসাবে পরিচিত করে তুলি ।
বিষয়: বিবিধ
১১৪০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন