একটু হাসি ।

লিখেছেন লিখেছেন ছাগু ও পাকি বিরোধী ০৬ ফেব্রুয়ারি, ২০১৩, ০৬:১১:৩৬ সকাল

১৯৮১ সালের ১ জানুয়ারি। নতুন বছরের প্রথম দিনটা নতুনভাবে শুরু করার সিদ্ধান্ত নিলো গোলাম আযম। পাকিস্তানের ভিসা নিয়া বাংলাদেশে আসার পর বাসাতেই থাকা হয়। বড়জোর ওয়ারলেস রেলগেটের জামাত অফিস কিংবা ক্যান্টনমেন্টে মইনুল রোড। সীমাবদ্ধ যাতায়ত। পাবলিক রিলেশন করা দরকার। সেদিন বায়তুল মোকাররমে পালেস্টাইনে শহীদদের গায়েবানা জানাজা। বায়তুল মোকাররমে গোলামের অনেক স্মৃতি, অনেক জিহাদী বয়ান। গোলাম আযম গেলো। কিন্তু সিড়ি পর্যন্ত পৌছতে পারলো না। তার আগেই মুসল্লীরা তারে জুতাপেটা শুরু করলো। লাকি এক ফটোগ্রাফার ঐতিহাসিক মুহূর্তটা ধরে রাখলেন তার ক্যামেরায়। তার নামটা কেউ জানে না। ... এ পর্যন্ত গল্পটা মোটামুটি সবার জানা। কিন্তু কেউ কি জানেন গোলাম আযম জুতাপেটা হওয়ার সময় কি বলছিলো?

.... বলছিলো, ব্যবহারে বংশের পরিচয়।

বিষয়: বিবিধ

১১৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File