সহিভাবে কোরআন পড়তে না পারার আঁকুতি ও কান্না
লিখেছেন লিখেছেন মিজবাহ ০৯ এপ্রিল, ২০১৪, ০৯:২১:২৬ রাত
গত রবিবার কোপেনহেগেনে আমাদের সাপ্তাহিক প্রোগরামে এক ভাই উপস্থিত ছিলেন। মূল আলোচনা শেষে যথারীতি সহি কোরআন ক্লাশ নিচ্ছিলেন হাফেজ সামশুল ভাই। একপর্যায়ে ঐ ভাইকে যখন জিজ্ঞেস করছিলেন তখন উনি লজ্জিত হয়ে একপাশে বসে রইলেন। আমি ভাইকে জিজ্ঞেস করলাম উত্তরে উনি কান্না করতে করতে বল্লেন" ভাই আমার ছেলে পর্যন্ত কত সুন্দর সহিভাবে কোরআন পড়তে পারে আর আমার এই অবস্থা ! ছোটকালে পড়তে পারতাম কিন্তু এখন !?
আমি এধরনের অনেক বক্তব্য শুনেছি অনেক ভাইদের কাছ থেকে"ভাই ছোটকালে পড়তে পারতাম কিন্তু এখন পারিনা" আবার অনেকে পড়তে পারি কিন্তু সহিভাবে না। ভুল পড়লে কি আমাদের গুনাহ হবেনা?
আমার মনে হয় বয়স বড় কথা নয় চেষ্টা করলে সবই সম্ভব। মৃত্যুতো আমাদের যেকোন সময় হয়ে যেতে পারে! তখন আল্লাহর কাছে কী জবাবদিহী করব?
বিষয়: বিবিধ
১১৫১ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ব্লগার- জান্নাতে যেতে চাও যারা
লিখেছেন
কোরআন পড়ুন কোরআন বুঝুন কোরআন দিয়ে জীবন গড়ুন
জাজাকুম আল্লাহ খাইরান।
মন্তব্য করতে লগইন করুন