ডাকাডাকি

লিখেছেন লিখেছেন মতলুব ২৫ নভেম্বর, ২০১৩, ১০:১১:৪১ রাত

ছড়া কবিতাটি আমার প্রতিষ্ঠানের একজন ছাত্রীর!

বন বাগানে নদী নালায়

বাংলাদেশের পাখি

দোয়েল কোয়েল কোকিল করে

নিত্য ডাকাডাকি।

রোজ সকালে খাবার খোঁজে

উড়াল দিয়ে চলে

সন্ধ্যা বেলায় বাসায় ফেরে

সবাই দলে দলে।

শীতের দিনে ঝাঁকে ঝাঁকে

দেশে আসে পাখি,

বাংলাদেশের কুটুম এরা

যত্ন করে রাখি।

নদী নালা খালে বিলে

উদার ভরায় পাখি,

এমন দৃশ্য দেখে আজি

জুড়ায় দু’টি আঁখি।

বিষয়: সাহিত্য

৮৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File