ছড়া রুখবে স্বৈরাচার-০৪ বর্বর
লিখেছেন লিখেছেন অজানা পথিক ২৫ নভেম্বর, ২০১৩, ১০:১৯:৪৬ রাত
করেছিস খুন তোরা
ধরে এনে গুম
ফেলেছিস লাশ তোরা
পড়ে গেল ধুম।
করেছিস লংঘন তো
মানবাধিকার
চেলেছিস দাবার চাল
তু- তুই রাজাকার।
কান্নার আওয়াজ ভেসে
যায় নি কানে তোর!!
আসলে এ টু জেড
তোরা সব বর্বর।
স্বরবৃত্ত(৬+৫)
বিষয়: বিবিধ
১২৮৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন