তারেক রহমান: জন্মদিনের শূভেচ্ছা!

লিখেছেন লিখেছেন মতলুব ২০ নভেম্বর, ২০১৩, ০৬:৩৩:১২ সন্ধ্যা



এই বাংলার আকাশ বাতাস নদী গিরি স্থলে,

অপেক্ষায় সবে উচ্ছাস ভরে তুমি ফিরিবে বলে।

ডাকিছে তোমায় পরমবন্ধু দেশ বাঁচানোর তরে,

স্মরিছে মানুষ করিছে দোয়া হৃদয় আঙিনা ভরে।

এই বাংলার প্রতিটি মনে তোমার আসন পাতা,

এখনও মানুষ স্মরিছে তোমারে করিয়া মহানুভবতা।

বাবার মতো গড়িবে স্বদেশ হাসিমুখ পাবে সবে,

পৃথিবী মাঝে ধন্য তুমি অমলিন রুপে রবে।

ঝর্ণা নদী, কচি ধান ক্ষেত, সাগর পাড়ের মানুষ,

কাঁদিছে অঝোরে ডাকিছে তোমায় হয়ে সবে বেহুশ।

জন্মেছো তুমি সবুজের বুকে বাঁচাতে এই ধরণী,

তোমার দোয়ায় ব্যস্ত আজি শ্যামল বন বনানী।

জন্ম দিনে দোয়া মাগি হৃদয় বাগান হতে,

মহান রবে শ্রেষ্ঠ করুক ধূলর এ জগতে।

বিষয়: সাহিত্য

১০৮২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File