۞۞ আল-কোরআনের বানী (নদ-নদী-সমুদ্র ও পর্বত সৃষ্টি প্রসঙ্গে) ۞۞
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ২০ নভেম্বর, ২০১৩, ০৫:৫৮:১২ বিকাল
তিনিই সমুদ্রকে অধীন করেছেন যাতে তোমরা তা হতে তাজা মৎসাহার করতে পার এবং যাতে তা হতে আহরণ করতে পার রত্নাবলী যা তোমরা ভূষনরূপে পরিধান কর; এবং তোমরা দেখতে পার, ওর বুক চিরে নৌযান চলাচল করে এবং তা এজন্য যে, তোমরা যেন তাঁর অনুগ্রহ সন্ধান করতে পার এবং তোমরা যেন কৃতজ্ঞতা প্রকাশ করতে পার। (সুরা নাহল, আয়াত-১৪)
আর তিনি পৃথিবীতে সুদৃঢ পর্বত স্থাপন করেছেন, যাতে পৃথিবী তোমাদেরকে নিয়ে আন্দোলিত না হয় এবং স্থাপন করেছেন নদ-নদী ও পথ যাতে তোমরা তোমাদের গন্তব্যস্থলে পৌছতে পার। (সুরা নাহল, আয়াত-১৫)
বিষয়: বিবিধ
২৪৮০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন