ক্ষমতা ছেড়ে দে

লিখেছেন লিখেছেন মতলুব ১৮ নভেম্বর, ২০১৩, ১২:৪৪:২৭ দুপুর

ফিরিয়ে দে মা গণতন্ত্র স্বৈরচারী বন্ধ কর,

ক্ষমতা ছেড়ে সোনার দেশকে জুলুম থেকে মুক্ত কর।

সরকারী দল মানুষ পুড়য়ে বিরোধী দলে দোষ চাপায়,

হাতকড়াতে শক্ত বেঁধে পুলিশে মারে গাড়ি চাপায়।

হীরক রাজার সোনার দেশে ইচ্ছে মতো সবই হয়,

নানার পোশাক পরে যুবক একই ভাবে মিথ্যা কয়।

দেশের মানুষ উঠছে ফুঁসে পালাবি কোথায় ভন্ডরা,

দু’পায়ে দলে মারবে পিষে মরবে সকল গুন্ডরা।

বাকশালের লেবাস পরে গণতন্ত্র চলে না,

গণতন্ত্রে স্বাধীনতা থাকে সহ্য করে গঞ্জনা।

পিচঢালা সব রাজপথেতে গণতন্ত্রের রক্তের ছাপ,

সংসদেতেও রক্ত ঝরেছিল স্পীকার মেরে জাতির বাপ।

গণতন্ত্রের ভাগ্যাকাশে, কালবৈশাখীর ঘনঘটা,

ঘুচিয়ে দুর্দিন, আসবে সুদিন, ওদের মেরে কালোঝাটা।

এদেশ কারো বাপের নয়, এদেশ মোদের জনতার,

আওয়ামী হঠাতে দেশ বাঁচাতে দাঁড়াবে বেঁধে এক কাতার।

ক্ষমতা ছেড়ে নির্বাচন দে, জনঅধিকার দে বাঁচার,

নইলে মানুষ রাজপথে নেমে ছিনিয়ে আনবে অধিকার।

বিষয়: সাহিত্য

৮৭১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File