স্বাধীনতা মানে
লিখেছেন লিখেছেন মতলুব ১৭ নভেম্বর, ২০১৩, ০৫:০৫:০৪ বিকাল
স্বাধীনতা মানে অকারণে কারো হত্যা করা নয়
স্বাধীনতা মানে রাষ্ট্রীয় ধন নয়কো নয়-ছয়।
স্বাধীনতা মানে লগি বৈঠার তান্ডব লীলা নয়
স্বাধীনতা মানে যুব সমাজের নয়কো অবক্ষয়
স্বাধীনতা মানে পুলিশি রাষ্ট্রে পরিণত করা নয়।
স্বাধীনতা মানে লুটেরা দিয়ে নয়কো অপচয়।
স্বাধীনতা মানে খুন, গুম করে কান্নার রোল নয়,
স্বাধীনতা মানে বিরোধী দমিয়ে নয়কো বিজয়।
স্বাধীনতা মানে ক্ষমতার জোরে কামানের গোলা নয়,
স্বাধীনতা মানে পদত্যাগ করেও নয়কো ক্ষমতায়।
স্বাধীনতা মানে মিথ্যা মামলায় কারো জড়ানো নয়।
স্বাধীনতা মানে স্বাধীনতাকে রক্ষায় প্রাণের জয়।
বিষয়: সাহিত্য
৮৬২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন