আজকের এই রায় পেয়ে আনন্দে গা ভাসাতে পারছিনা। বরং আরো বেশি সর্তকতা অবলম্বন করতে হচ্ছে।
লিখেছেন লিখেছেন এম এম ওবায়দুর রহমান ১৭ নভেম্বর, ২০১৩, ০৪:৫৯:২৯ বিকাল
তারেক রহমান বেকুসর খালাস। এর রায় পেয়ে জাতীয়তাবাদি শিবিরে আনন্দের বন্যা বইছে। কিন্তু তাদের মত আমি খুশি হতে পারিনি।
কেননা গত চার বছর ধরে এই মিথ্যা মামলায় নিরপরাধ তারেক রহমানকে আসামী সাজিয়ে আওমিলীগ সরকার এবং তাদের দোসর হলুদ মিডিয়া কয়েক লক্ষ টন হলুদ সংবাদ উৎপাদন করে জনগনকে জোর করে গিলিয়েছে।
তারা তারেক রহমানের ইমেজকে নষ্ট করার জন্যই এই মামলা দিয়ে ছিলো।
তাই এই রায়ে আওমীরা অখুশি নয়।
যদিও বিচারকের কার্যালয়ে তারা হামলা চালিয়েছেন । দুদক এর আইনজীবীকে লাঞ্চিত করেছেন!
মুক্তিযুদ্ধে সামনে থেকে নেত্তৃত্ব দেওয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পুত্রকে মিথ্যা মামলা দিয়ে দেশের বাইরে রেখে সরকার ভেবে ছিলো তারা সফল।
কার্যত সেটা বুমেরাং হয়ে দাড়িয়েছে। জনগনের কাছে গত সাত বছরে তিনি অনেক বেশি জনপ্রিয় হয়েছেন।
জনগনের সহানুভূতি ক্রমশ বৃদ্ধি পেয়েছে। যারা আগে আওমী এবং উদ্দিন সরকারের কারনে তারেক রহমানকে দুঃনীতিবাজ ভেবে ছিলো, তারও বলছে যে এসব সাজানো।
সৎ জিয়ার রক্ত বহমান তারেক নির্ভিক ছিলেন। তার উপর যেভাবে বর্বরতা চালানো হয়েছে তা মানবধীকার লঙ্ঘন।
মানুষ এখন স্বপ্ন দেখছে এই দেশের দ্বায়িত্ব একদিন তারেক রহমান নিবে। ইতিমধ্যে লণ্ডনে তারেক রহমানের একটি ভাষণ দেশ বিদেশে প্রশংসীত হয়েছে।
সরকার কুটচালে তাকে দেশছাড়া করেছে সত্য কিন্তু গণমানুষের হৃদয় থেকে তারেক কে দুরে রাখা যায়নি।
এরকম মিথ্যা মামলা দিয়ে যারা তারেক রহমান কে জনগনের সামনে ভিলেন বানাতে চেয়ে ছিলেন তাদের বিরুদ্ধে মামলা করাটা সময়ের দাবী। অবশ্যই ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে হবে।
এবং অন্য যেসব মিথ্যে মামলা রয়েছে তা উঠিয়ে নেবার জন্য চাপ প্রয়োগ করে রাজপথে দুর্বার আনন্দোলন গড়ে তোলা ছাড়া অন্য কোন বিকল্প নেই।
কেননা আমরা দেখেছি শাহবাগের বিরিয়ানি আন্দোলনের কারনে আদালত রায় ঘুরিয়ে দিয়ে ছিলো। এতে প্রমাণ হয়েছিল যে এই দেশে বিচার ব্যাবস্থা মূলত গণদাবী ( পড়তে হবে, সরকারের দাবী) র কাছে নতজানু!
আজকের এই রায় পেয়ে আনন্দে তাই গা ভাসাতে পারছিনা।
বরং আরো বেশি সর্তকতা অবলম্বন করতে হচ্ছে।
আশা করছি যেসব জাতীয়তাবাদি ভাই আমার লেখা পড়ছেন তারা বিষয়টা একটু ভেবে দেখবেন।
বাংলাদেশ জিন্দাবাদ।
বিষয়: বিবিধ
১০৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন