রক্ত নিবি আর কত!!
লিখেছেন লিখেছেন মতলুব ১২ ফেব্রুয়ারি, ২০১৩, ০৯:২৬:৪১ রাত
হে রক্ত খেকো কালনাগিনী
রক্ত নিবি আর কত!
বাংলা মায়ের আঁচল হতে
ঝরছে যে লাশ শত শত।
মিথ্যা ফাঁসির মঞ্চ করে
ঝুলাবি কাদের বল পাপী!
ওরাই দেশের শান্তি ছায়া
কোরআনের পথে দুটি আখিঁ।
ঈমানের জোরে জাগলে মুমিন
পালাবি কোথা হে বোকা,
সময় হয়েছে সত্য বলার
দিসনে রে তুই আর ধোকা।
ফোঁটা ফোঁটা রক্ত ঝরে
লাল সুবজের পতাকা লাল!
রক্ত ঝরানো বন্ধ করে
দেশ গঠনে চালাও ঢাল।
নাস্তিকগুলো বাহিরে রেখে
মানুষগুলো জেলে আজ!
ধ্বংস হবে এই মসনদ
ধ্বংস হবে এই কারুকাজ।
মদের আসর, জেনার আসর
দেশময় আজ চলছে বেশ!
ধ্বংস হবে এই রঙ্গমঞ্চ
বাঁচাতে হবে বাংলাদেশ ।
বিষয়: বিবিধ
৯৮১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন