জামাত শিবির নয়- '৭১ পরবর্তি সময় থেকে এখন পর্যন্ত ধর্ষণ ও খুন করেছে ছাত্রলীগ ও বামলীগ !
লিখেছেন লিখেছেন সরকার বিরোধী ১২ ফেব্রুয়ারি, ২০১৩, ০৯:১০:০৪ রাত
আজকের বাংলাদেশে প্রধান ইসু হলো যুদ্ধাপরাধ ! আসলেই কি জামাত যুদ্ধাপরাধী? আওয়ামীলীগ ও বামরা বলছে জামাত শিবির স্বাধীনতা বিরোধী ও মুক্তযুদ্ধবিরোধী এটা ঠিক নয় । ৭১ পরবর্তি থেকে এ পর্যন্ত আমরা বাংলাদেশে রাজনীতির অনেক পরির্বতন হতে দেখেছি অনেক রাজনৈতিক প্রতিপক্ষকে দেখেছি কিভাবে তারা দেশে অরাজগতা সৃষ্টি করছে ; কিন্তু আমরা কোনো জামাত শিবিরকে দেশে অরাজগতা করতে দেখেনি । হয়তো সময়ের বাধ্যবাধকতায় তারা এখন ইসলামী আন্দোলন করছে। এটা তাদের সময়ের দাবী । দেশে ৭১ পরবর্তি যতো খুন, ধর্ষণ হয়েছে ও বর্তমানে হচ্ছে, এসবই ছাত্রলীগ করছে দেশে হাজার হাজার নারী শিশু ধর্ষিত হচ্ছে কেউ কোনো দিন বলতে পারবে না জামাত শিবির কাউকে ধর্ষণ করছে এ প্রমান কেউ দিতে পারবে না। ছাত্রশিবিরের ছেলেরা র্ধষণ করছে এ প্রমান কেউ দিতে পারবে না । দেশে যে হারে ধর্ষণ চলছে ও নারীদের ওপর অমানবিক নির্যাতন চলছে এসবই আওয়ামীলীগের কর্মকান্ড । প্রতিদিন, প্রতিমাস , প্রতিবছর ও প্রতিযুগ ধরে যতো ধর্ষণ হচ্ছে তা সবই বিভিন্ন রাজনৈতিক প্রতিপক্ষরা করছে দেশের নারী শিশুদের এরা হরহামেশাই ধর্ষণ করছে । এরা দেশটাকে ধর্ষণের দেশ হিসেবে বহি:বিশ্বে পরিচিত করে তুলছে । আওয়মীলীগের এমপি, মন্ত্রীরা ও এদের এপিএসরা নারী শিশু নির্যাতনের সাথে সরাসরি জড়িত । আওয়ামীলীগ নিজেদের ধর্ষণ খুন ঢাকার জন্য স্বাধীনতা বিরোধী বলে জামাতকে আখ্যায়িত করছে ;কিন্তু যুগ যুগ ধরে দেশে এরা নারী ও শিশুদের ধর্ষণ করে আসছে । আজ এরা জামাতকে অপবাদ দিচ্ছে যে জামাতের অমুক নেতা ধর্ষণ করছে ,অথচ এরা এসবের কোনো প্রমানই দিতে পারে না। অথচ তারা যে ( আওয়ামীলীগ ) ধর্ষণ করছে এর হাজার হজার প্রমান আছে । তাই ছাত্রলীগ, আওয়মীলীগ ও বামলীগদের বলতে চাই দেশটাকে আর ধর্ষণের দেশ হিসেবে বহি:বিশ্বে ফুটিয়ে তুলবেন না। বর্তমানে ছাত্রলীগের দ্বারা হাজার হাজার নারী ধর্ষিত হচ্ছে এর প্রমাণ শেষ পর্যন্ত তারা দেশের আইন শৃংখলা বাহিনীর সদস্য অর্থাত মহিলা পুলিশদেরকে ধর্ষণ করছে, এতে প্রমানিত হয় যে জামাত শিবির নয়, ৭১ পরবর্তি সময়ে ছাত্রলীগই দেশে ধর্ষণের মাত্রা বাড়িয়ে দিয়েছে। তাই বলছি ছাত্রলীগ ও বামলীগদের প্রতিহত করুন । এরা জাতির শক্রু এরা স্বাধীনতার শক্রু এরা মুক্তিযুদ্ধের শক্রু এরা ইসলামের শক্রু এরা মুসলমানের শক্রু এরাই রাজাকার এদের সর্বশক্তি দিয়ে রুখে দাড়ান ।
বিষয়: বিবিধ
১২২৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন