শুধু কিছু নিয়মই পারে ঢাকাকে পরিচ্ছন্ন রাখতে !
লিখেছেন লিখেছেন সরকার বিরোধী ১২ মার্চ, ২০১৪, ১০:০০:০৬ রাত
ঢাকা শহরকে পরিচ্ছন্ন রাখতে নগরবাসীর পাশাপাশি সরকার কিছু নিয়ম বেধে দিলেই উন্নত দেশের মতো কিছুটা হলেও রাজধানীকে পরিচ্ছন্ন রাখা যায়;কিন্তু সরকারের দৈন্যদশা ও জনগণের উদাসীনতার কারনেরই রাজধানী ঢাকার বেহাল দশা ।
ময়লা আবর্জনার পাশাপাশি বাসাবাড়ির পচে যাওয়া খাবার থেকে প্রতিনিয়ত একটি নোংরা ও নর্দমার মতো অবস্থা এখন ঢাকার । কিছু সংরক্ষিত এলাকা ছাড়া বাকি রাজধানীর দিকে তাকালে মনে হয় একটি ময়লাযুক্ত ডাস্টবিন । সারাদিন বাস গাড়ির হর্ণ ধুলোবালি আর মানুষের কোলাহলে জীবন যাত্রার মান খুবই খারাপ । শুধু জনগনের ইচ্ছা আর সরকারের কিছু রুটিন মাফিক নিয়মই কেবল বদলে দিতে পারে ঢাকার পরিচ্ছন্নতা ! ফুটপাত পরিচ্ছন্ন রাখা সর্বত্র ডাস্টবিন স্থাপন ও মানুষের মাঝে ও বিভিন্ন গণমাধ্যমে গণপ্রচারণা চালালেই কেবল রাজধানীকে একটি সুন্দর ও পরিচ্ছন্ন নগর হিসেবে গড়ে তোলা যায় । জনসংখ্যা যদিও একটা সমস্যা তারপরও সরকারের ইচ্ছা থাকলে ঢাকাকে আবর্জনামুক্ত করা খুবই সহজ কাজ । শুধু প্রয়োজন কিছু নিয়ম যা নগরের প্রতিটি মানুষ পালন করতে বাধ্য । যে দেশে আইন আছে শুধুই প্রয়োগ না থাকার কারনে দেশের অবস্থা দিন দিন খারাপের দিকেই যাচ্ছে যা থেকে উত্তোরণের একমাত্র উপায় ইচ্ছাশক্তি ;কিন্তু কবে হবে সেই ইচ্ছা যা একটি নগরকে পরিচ্ছন্ন রাখতে পারে !
আমরা যদি নিজেদের বাসাবাড়ির ময়লাগুলো একটি নিদিষ্টি স্থানে রাখি এবং নিজের পরিবার নিজেদের সন্তানদের একটু সচেতন করে তুলি তাহলেই কেবল সম্ভব ।
বিষয়: বিবিধ
১১১৪ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন