এক আতংকের নাম শামীম ওসমান ! শীর্ষ গডফাদারদের একজন
লিখেছেন লিখেছেন সরকার বিরোধী ০৬ মে, ২০১৪, ০২:১১:২১ রাত
যার একেকটি হুংকার বাঘের চেয়েও শক্তিশালী ! আর দেখতেও কেমন উদ্ভভ্রট চেহারার ! দেখতে যেমন লম্বা সেরকম তার কথা বার্তা চলাফেরা পারলে পুরো নারায়নগঞ্জ সিটিকে এক লোকমায় খেয়ে ফেলে !বাংলাদেশের র্শীষ ৫ জন গডফাদারের মধ্যে তার নাম প্রথম দিকেই থাকার কথা !
নারায়নগঞ্জ সিটি করপোরেশন মেয়র নির্বাচনে নিজ দলীয় প্রার্থী ড: আইভি রহমানের কাছে যার লজ্জাজনক পরাজয় ঘটলো তা পুরো দেশের মানুষ তথা প্রবাসীরা সকলেই দেখেছে ! অথচ সেই গডফাদার শামীম ওসমান দশম জাতীয় সংসদ নির্বাচনে কোনো ভোট ছাড়াই বিনা প্রতিদ্বিতায় এমপি নির্বাচিত হলো ! যাকে পুরো নারায়নগঞ্জবাসী প্রত্যাখান করলো মেয়র নির্বাচনে সে কিনা নির্বাচন ছাড়াই সংসদ সদস্য হয়ে গেলো ? মেয়র নির্বাচনে যার এতোটা ভরাডুবি সেকি জাতীয় নির্বাচনে জয়লাভ করতো ? অথচ সে এখন একজন এমপি হয়ে গেলো !
যার জনপ্রিয়তার কোনো পাসের্ন্টসজেই পড়ে না ! সে যেহেতু এমপি হতে পারে তাহলে পুরো দেশের চিত্র কি হতে পারে একবার ভাবুন ?
যেখানে সারা দেশে ভোট পরেছে ২/৩% সেখানে শামীম ওসমানের মতো একজন গডফাদার বিনা ভোটে সংসদ সদস্য হয়ে যায় ! আর সংসদ হওয়ার পর আবার নতুন করে শুরু হয় শামীম ওসমানের আসল খেলা একে একে খুন গুম হত্যা থেকে নারায়নগঞ্জবাসীকে উপহার দিতে থাকে লাশ আর লাশ তকী হত্যা থেকে শুরু করে যেই তার বিরুদ্ধে কথা বলে তাকেই সে দুনিয়া থেকে আউট করে দেন ! এভাবেই এখন পুরো সিটিতে সে আতংক আর ত্রাস সৃষ্টি করে যাচ্ছে তারই বহিপ্রকাশ শীতলক্ষ্যা নদীতে শুধু লাশ ভেসে উঠছে ! আর দল তার অবৈধ সরকার তার এই লাশ লাশ গুম গুম লেখা দেখছে আর তাকে পরোক্ষ ও প্রত্যক্ষভাবে ইন্দন দিয়ে নারায়নগঞ্জ তথা পুরো দেশকে একটি আতংকের দেশে পরিনত করছে !
বিষয়: বিবিধ
১৩৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন