তাজা রক্ত দেখে এলামরে ভাই-তোরা সব আওয়াজ দে?

লিখেছেন লিখেছেন ইবনে বেলাল ১২ ফেব্রুয়ারি, ২০১৩, ০৯:০৮:১৮ রাত

মনটা আর তর সইল না। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে গেলাম আহত ভাইদের দেখতে। ওরা গুলিবিদ্ধ। চোখগুলো বন্ধ। যন্ত্রণায় ছটফট করছে। আমি চুপ করে দাঁড়িয়ে থাকি জরুরি বিভাগের সামনে।

পুলিশ টানা-হেচরা করে বের করছে তাদের। মুখগুলোর দিকে তাকালাম।

চোখে ভেঙে কান্না আসতে চায়। কোন রকম নিজেকে সামলে নেই। ওরা আমরা ভাই। আজ পুলিশের গুলিতে আহত।

তাজা রক্তের গন্ধ এসে লাগে আমার নাকে। আহা-কি তেজ সেই রক্তে। সারাটা বিকাল ওদের শরীর থেকে পবিত্র রক্ত ঝরেছে। তাদের কেউই দুপুরে খায়নি। আহত হওয়ার পর মানুষ যেখানে পায় সেবা-সেখানে ওরা পাবে জিজ্ঞাসাবাদের নামে নির্মম নির্যাতনের। তবু শান্তই তাদের মুখ। আল্লাহ তাদের মধ্য থেকে কাউকে শহীদ হিসেবে কবুল করবে কি না জানি না।

আমি ঢাকা মেডিকেল থেকে বের হয়ে শহীদ মিনারের সামনে দিয়ে হাঁটি। সেখানে কিছু কাক কা কা করছে।

স্লোগান দিতে খুব ইচ্ছে করছে। আমার এত ভাই শহীদ হচ্ছে, তবে আল্লাহ কেন আমাকে শহীদ হিসেবে কবুল করছে না! আমি ওপারের দেশে আমার ভাইদের কাছে চলে যেতে চাই। যাক না ছোট্ট একটা প্রাণ-তবু লড়াই চলুক তাগুতের বিরুদ্ধে....

হে আল্লাহ তুমি আমাদের শক্তি দাও...ধৈর্য দাও...মেধা দাও...

বিষয়: বিবিধ

১০০৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File