মতিঝিলের এক মজলুম মুসলিমের উদ্দেশে লেখা তুমি কি বেঁচে আছ ভাই?

লিখেছেন লিখেছেন ইবনে বেলাল ০৬ মে, ২০১৩, ১০:৪১:৩৫ রাত

হে শুভ্র ছেলে, তুমি কি বেঁচে আছ। নাকি শাহাদাত বরণের পর গুমের তালিকা দীর্ঘ করেছ।

কাল যখন তোমার সাথে দেখা তুমি বলেছিলে 'আমরা মুসলমানদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আর ঘরে ফেরার সুযোগ নেই। হয় বিজয়ী হবো নইলে শহীদ হবো।' আমি তোমার কথা শুনে তোমাকে বুকে টেনে নিয়েছিলাম। তুমি আদর করে আমাকে নাড়ু খেতে দিলে।

রাত ১০টা। পল্টনের গুটগুটে অন্ধকারে তোমার মুখ দেখা যাচ্ছিল। আমি তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসি। আসার সময় তুমি বললে 'দোয়া করবেন আল্লাহ যেন আমাদের কবুল করে নেয়'

জান, আজ সকালে আমি পল্টনের সে রাস্তায় গিয়ে দেখি এক তাণ্ডবলীলার দৃশ্য। কোথাও মানুষ নেই। যেন এক নিরব হাহাকার। আমি তোমাকে খুঁজতে খুঁজতে মতিঝিল পর্যন্ত যাই। নেই তুমি কোথাও নেই। তোমাদের রক্তের দাগ দেখলাম কেবল।

তবে কি আমার ভাই তুমি লাশ হয়েছ? আল্লাহ কি তোমাকে আসমানের মেহমান করেছে? হে আমার ভাই তুমি কি বেঁচে আছ?

তুমি পবিত্র একটি ফুল যদি খোদার রাহে চলে যাও তবে আমি কেন নির্মম গণহত্যার নিরব সাক্ষী হয়ে বেঁচে রইলাম!

তুমি আমার ভাই ভাল থেক। বিধ্বস্ত এ নরীতে আমি মোটেও ভাল নেই।

মুক্তমতের পক্ষের একটি প্লাটফর্ম

বিষয়: বিবিধ

১৮৭১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File