শিবির নাইমা গেছে আর ভয় নাই! (নির্যাতীত সিপাহসালারকে উৎসর্গ করে)
লিখেছেন লিখেছেন ইবনে বেলাল ০৫ মে, ২০১৩, ১১:০৯:০১ রাত
মাসিক কিশোকণ্ঠের গলিতে দাঁড়িয়ে দাড়িয়ে পাহাড়া দিচ্ছে কয়েকজন যুবক। ওদের কাছে গিয়ে বলি 'বিভিন্ন গলিতে হেফাজত কর্মীরা অবস্থান নিয়েছে কি না। যে কোন সময় সশস্ত্র হামলা করতে পারে ছাত্রলীগ-যুবলীগ।' আমার কথা কেড়ে নিয়ে তাদের একজন উত্তর দেয় 'শিবির আমাদের পক্ষে মাঠে নাইমা গেছে। আর ভয় নাই! আঠারো দলওতো আমাদের সাহায্য করবে' আমার গায়ের পশম খাড়া হয়ে উঠে তার কথা শুনে। আমি কাঁপতে থাকি। আঠারো দল বা বিএনপি আপনাদের কোন সাহায্য করবে না বললে সে আবার বলে ' না নামুক। তাদের দরকার নাই। শিবিরতো নামছে। শিবির হইছে যুদ্ধা। কিভাবে আওয়মীলীগ-পুলিশ মোকাবেলা করতে হয় তারা জানে। তারা আমাদের সাহায্য করতে মাঠে নামছে। এখন আর আমাদের ভয় নাই।ওরাই যথেষ্ঠ ভাই'
সে আরও বলে 'আমরাতো ভাই এসব করে অভ্যাস নাই। শিবিরতো নেতা বললে পুলিশের গুলিসহ সামনে যায়। ওদের চোখে টিয়ারগ্যাস ধরে না। ওদের সাহায্য আমাদের দরকার। আমরা আল্লাহর উপর ভরসা করে আছি'
কিছুটা সময় তন্ময় হয়ে থাকি আমি। মনে এসে ভীড় করে এ স্লোগান - এই শতাব্দীর শ্রেষ্ঠ বীর। ইসলামি ছাত্রশিবির।
শিবিরের ভাইেদের বলছি - হেফাজত কর্মীরা আপনাদের উপর যে আস্থা রেখেছে আপনারা কি পারবেন সে আস্থার মূল্য দিতে। যদি পারেন তবে পুরে জাতি আগামি দিনের বাংলাদেশ গড়তে আপনাদের উপর আস্থা রাখবে ইনশাআল্লাহ।
প্লিজ সবাই হেফাজত কর্মীদের সাথে মাঠে নেমে পড়ুন। ঈমান রক্ষার এ যুদ্ধে পিছু হটার সুযোগ নেই।
ইসলামি ছাত্রশিবিরের সিপাহসালার, মুহতারাম সভাপতি কারান্তরীণ দেলাওয়ার হোসেন ভাইকে উৎসর্গ করলাম।
প্রস্তুত থাকেন। যে কোন থাকা এক কিশোরককে বললাম '
বিষয়: বিবিধ
১৮২৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন