ব্লগারস প্রতিনিধি সম্মেলনের অনুভূতি (লেখাটি ব্লগার এম এম ওবায়েদুর রহমান ভাইকে উৎসর্গ করলাম।)

লিখেছেন লিখেছেন ইবনে বেলাল ০৫ মে, ২০১৩, ১২:০১:৫৬ রাত

বাংলাদেশে বোধহয় এই প্রথম ব্লগারদের নিয়ে এতবড় আয়োজন। প্রতিনিধি সম্মেলনে যোগ দিলেন সারা দেশের বাঘা বাঘা সব ব্লগাররা। মিরপুরস্থ প্রিন্স হোটেলে হয়ে গেল প্রতিনিধি সম্মেলন।

আমাদের জাতীয় ব্লগার সম্মেলন করার কথা ছিল। পরে তা স্থগিত করে প্রতিনিধি সম্মেলন করা হয়। এটাকেও আসলে ব্লগার সম্মেলন বলা চলে। আমরা একটি বেলা ব্লগারদের অনুভূতি, অভিজ্ঞতা ও স্বপ্নের কথা শুনলাম। আমার জীবনে শ্রেষ্ঠতম একটি দিন হয়ে থাকবে আজকের দিনটি। সুষ্ঠভাবে অনুষ্ঠানটি শেষ হয়েছে ভেবে মনে শান্তি পাচ্ছি।

প্রতিনিধি সম্মেলন নিয়ে আরও কিছু আপডেট আপনারা পাবেন। ব্লগাররা কে কি বলেছে তা আমরা আপনাদের সামনে তুলে ধরব। আমাদের একটু সময় দেবেন অনুগ্রহ করে। সম্মেলনের আগে সিবিএফের বিভাগীয় কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে অনুষ্ঠানে। কমিটি গঠনের দিকে মনোযোগ দিতে সবাইকে অনুরোধ করছি।

চেয়ারম্যান সাহেব, বাকপ্রবাস ব্রু, প্রবাসী মজুমদার ভাই, জারির ভাইসহ প্রবাসী ভাইরা সক্রিয় হবেন আশা করি।

সংগৃহিত আম ব্লগারদের প্লাটফর্ম

বিষয়: বিবিধ

১৭৪৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File