নজরুলের মতো এটি একটি বিদ্রোহী কবিতা!! মুজাহিদ তুই শক্ত হ!!! বামদের রাজনীতি পুলিশি বেষ্টনীতে ইসলামের রাজনীতি পুলিশি দমনে!!
লিখেছেন লিখেছেন মতলুব ১১ ফেব্রুয়ারি, ২০১৩, ১০:৫৭:২৩ সকাল
আপনি সেই একসঙ্গে বসে ইসলামের প্রতি দরদে কথা এত দ্রুত ভুলে গেলেন, এই মহামানবটিই আপনাকে ১৯৯৬ সালে ক্ষমতায় বসাতে শতভাগ সাহস যুগিয়েছিল।
ট্রাইব্যুনালকে সময় বেঁধে দিয়ে শাহবাগের বিক্ষোভকারীদের আন্দোলন চালিয়ে যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এভাবে নির্দেশ দিয়ে বামরা আপনাকে রক্ষা করতে পারবে না!
ওরে মুজাহিদ!
বদরের মতো জেগে উঠ তুই
শহীদ হবার শপথ নে,
ওহোদের মতো জেগে ওঠ তুই
বজ্রকণ্ঠে আওয়াজ দে।
বীর মুসলিম জাগ্রত হ
খালিদের মতো হুংকার দে,
সাহস করে রাজপথে নাম
শাহবাগ চত্বর গুড়িয়ে দে।
বামের নামে রামের বাচ্চা
রাজাকারের ফাঁসি চায়,
লজ্জা লাগে না মুজাহিদ তোর
ঘর হতে তোরা বেরিয়ে আয়।
রক্ত ঝরেছে স্বাধীনতা পেতে
ঊনসত্তরের গণজাগারণে,
স্বৈরাচারীরর পতন ঘটাতে
শপথ ছিল তোর মনে প্রাণ।
বাংলা ভাষায় কথা ঝরাতে
তুই ভেঙেছিলি ৪৪ ধারা,
সেই রক্ত আজো দীপ্যমান
বজ্র কন্ঠে অগ্নি ঝরা।
তিতুমির হ, শাহজালাল হ
ওমরের মতো শক্ত হ,
সালাউদ্দীন আইয়ূবীর মনোবলে তুই
জালিম পতনে শরীক হ।
মর্দে মুমিনের রক্ত নিয়ে
হোলি খেলায় ফেলরে ছেদ,
নাস্তিকদের ভন্ড মেলায়
ওঠরে জেগে ওরে অভেদ।
জালিম শাহী রুখতে হবে
জাগতে হবে মুজাহিদের,
জেলের তালা ভাঙতে হবে
মুক্ত করতে বন্দীদের।
রক্ত মাখা রজপথ নয়
স্বাধীনতাকে বাঁচতে চাই,
বামদেরকে হঠিয়ে দিয়ে
মুজাহিদ তোরা করবি ঠাঁই।
বসে থাকা নয় কোন কথা নয়
বজ্র কন্ঠে আওয়াজ ধর।
মর্দে মুমিন শির উঁচু করে
জালিম শাসক ক্ষতম কর।
মিথ্যা বিচার মিথ্যা স্বাক্ষী
মিথ্যা উপর আর থাকা নয়,
গুড়িয়ে দে এই মিথ্যা আদালত
মহাসত্যের কর বিজয়।
জেগেছে মিশর জেগেছে ইরান
জাগতে হবে তোকেও আজ।
ভাঙতে হবে মিথ্যার বুলি
গড়তে হবে সুসমাজ।
নজরুলের বজ্র হাতে
লিখতে হবে মুমিনদের
বঙ্গবন্ধুর বজ্র ভাষণে
জাগতে হবে গোটা দেশের।
শয়তানদের রুখতে হবে
করছে ওরা বেঈমানী
বামদের তোরা কবর দিবি
ভাঙতে হবে ভন্ডামি।
প্রজন্ম চত্বরে নয়া প্রজন্ম
জেনা ব্যাভিচার ঘটছে সব,
রুখতে হবে মিথ্যুকদের
এক আল্লাহ তোলরে রব।
বিষয়: বিবিধ
১১৭০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন