জামায়াত শিবির গুজব ছড়াচ্ছে

লিখেছেন লিখেছেন লাল সবুজ পতাকা ১১ ফেব্রুয়ারি, ২০১৩, ১১:০০:১৩ সকাল

শাহবাগের চত্বরের গণজুয়ার চলতেছে এবং চলবে l কিন্তু রাজাকার জামায়াত শিবির এর বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে l তারা বলছে লাকী বেগমকে ছাত্রলীগ হামলা করেছে l কিন্তু আসলে তা নয় l টানা ৬দিন থেকে সবাই খাবার , নাওয়া ও ঘুম বাদ দিয়ে শাহবাগে অবস্থান করছে তাই সবাই ক্লান্ত হয়ে গেছে l আর বিপ্লবী নারী জাগরণের পথিক , মুক্তিযুদ্ধার মেয়ে লাকী বেগম ও শুধু বলতেই আছেন ," তুই রাজাকার তুই রাজাকার, ফাসি চাই , ফাসি চাই " l তিনি বলছেন তিনি কাউকে ভয় পান না l সামান্য একটি ঘঠনায় তিনি বলেন, "কেউ যেন পেছন থেকে তাকে ধাক্কা মারছে ,এই বলে কিসু সমস্যা হইছে" lকারণ মানুষ বেশি তাই সমস্যা হবেই l আর এই জন্য তিনি সকলকে অনুরুধ করেন সবাই সজাগ থাকতে কারণ রাজাকার মুক্তিযুদ্ধা সেজে এই সব হামলা করতে পারেl





বিষয়: রাজনীতি

১১৫৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File