মানিকগঞ্জে নিহত পাঁচ শহীদের স্মরণে রক্তই দেবে মুক্তি...
লিখেছেন লিখেছেন ইবনে বেলাল ২৪ ফেব্রুয়ারি, ২০১৩, ০৮:০৫:৪৯ রাত
এ রক্তই মোদের সম্বল
এ রক্তই যোগায় শক্তি
রক্তে রক্তে প্লাবন হলে
এসে যাবে ঠিক মুক্তি।
রক্তের সাথে পথ চলি মোরা
রক্ত করেছে আমাদের আপন
রক্তই নিয়েছে কেড়ে সব
তবু রক্তই মোদের স্বজন।
এ রক্তই লাশ দেয় মোদের
এ রক্তই দেয় পানি
রক্ত-বেদনা কান্নায় সাগর
রক্তই করে দেয় অমর।
এতো রক্ত ঝরছে আজ
কত উৎকট গন্ধ!
এ রক্তের ভয়েই চিৎকার করি আমরা
রক্তই দেয় জাগরণের ছন্দ।
বলি, এ রক্তই যোগায় শক্তি
রক্তে রক্তে প্লাবন হলে
এসে যাবে ঠিক মুক্তি।
জানি রক্ত চায় জমিন
রক্তই করে খোদা আমিন
মুজাহিদের পবিত্র রক্তই
বিজয়ী করবে আল্লাহর দ্বীন।
এ রক্তকে তাই আমরা ভালবাসি
এ রক্তকেই ভালবেসে কাছে টানি
রক্তে রক্তে ছেয়ে গেলে দেশ, বিজয় আসবে জানি।
জানি, এ রক্তই যোগায় শক্তি
রক্তে রক্তে প্লাবন হলে
এসে যাবে ঠিক মুক্তি।
বিষয়: বিবিধ
১০৪৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন