আসুন আল্লাহ পাকের অস্তিত্ব সম্পর্কে আমরা ছোট্ট একটা ঘটনা পড়ি......
লিখেছেন লিখেছেন ইমরান হোসাইন ২৪ ফেব্রুয়ারি, ২০১৩, ০৭:৫৭:১০ সন্ধ্যা
যারা আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করেন না, আল্লাহকে মেনে চলেন না, তাদের জন্য আশা করি কাজে লাগবে।
আল্লাহ পাকের অস্তিত্ব
আল্লাহ পাক নিরাকার, বাহ্যিক চোখে দৃশ্যমান নহে। তবে তাঁর অস্তিত্বকে অস্বীকার করা যায় না। এ সম্পর্কে নিচে বর্ণিত প্রমাণটিই যথেষ্ট-
*ইমাম আযম (রঃ) এর সময়ের ঘটনা। রোম থেকে এক খৃষ্টান পাদ্রী এলেন। তিনি ঘোষণা করলেন, কোন মুসলমান আলেম যদি তাঁর তিনটি প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে তিনি ইসলাম ধর্ম কবুল করবেন। প্রশ্ন তিনটি ছিল-
১। ইসলাম ধর্মে যে এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনের কথা বলা হয় সেই আল্লাহ কি ছিলেন?
২। সে আল্লাহ কোন দিকে চেয়ে আছেন অর্থ্যাৎ তাঁর মুখ কোন দিকে ফেরানো?
৩। যে মূহুর্তে আমরা বিতর্কে লিপ্ত ঠিক সেই মূহুর্তে আল্লাহ কি করবেন?
অনেক আলেম সত্যই বিব্রত বোধ করছিলেন এসব প্রশ্ন শুনে। শত শত আলেমগণের মধ্য থেকে হঠাৎ এক ছোট্ট বালক (তখন তিনি ছোট ছিলেন যিনি ছিলেন ইমাম আবু হানীফা (রঃ) ) বিতর্কের স্থানে এ প্রশ্ন তিনটি শুনার পর তিনি খলীফা মানছুরকে জিজ্ঞাসা করলেন যে, পাদ্রীর আর কোন প্রশ্ন আছে কি না? পাদ্রী না সূচক জবাব দিলে ইমাম আবু হানীফা বক্তৃতার মঞ্চ থেকে পাদ্রীকে নেমে আসার নির্দেশ দিল। পাদ্রী নিচে নেমে এল। ইমাম সাহেব স্বয়ং মঞ্চে আরোহণ করে বক্তার নির্দিষ্ট আসনে আসীন হলেন। এবার ইমাম সাহেব ও পাদ্রীর মাঝে নিম্নরূপ কথাবার্তা হল।
ইমাম সাহেবঃ পাদ্রী সাহেব। আপনি এক, দুই, তিন থেকে একশ পর্যন্ত গণনা করুন তো।
পাদ্রী গণনা করলে ইমাম সাহেব আবার বললো, ঠিক আছে। এবার উল্টো দিক থেকে গণনা করুন।
পাদ্রী কথামতো উল্টো দিক থেকে গণনা শুরু করলো।
গণনা শেষ হলে ইমাম সাহেব বললেন, এবার বলুন তো একের পূর্বে কি রয়েছে?
পাদ্রী বললঃ একের পূর্বে তো কিছুই নেই।
ইমাম আযম বললেনঃ তাহলে আপনি স্বীকার করছেন একের পূর্বে কিছুই নেই, থাকতে পারে না। তেমনি এক আল্লাহই অনাদি অন্ততঃ সুতরাং তাঁর পূর্বে কোন কিছু থাকার প্রশ্নই উঠতে পারে না। এ প্রত্যাশিত জবাবে পাদ্রী নিরুত্তর হয়ে রয়ে গেলেন। আর সাথে সাথে সকল আলেমগণ তাঁর মুখের দিকে তাকিয়ে রইলেন।
অতঃপর পাদ্রী ক্রোধের সুরে বললেনঃ ঠিক আছে আমার দ্বিতীয় প্রশ্নের জবাব দিন।
ইমাম সাহেবঃ মাথার উপর যে ঝুলন্ত আলোটি রয়েছে বলুন তো সেটির মুখ কোনদিকে?
পাদ্রীঃ আলো তো চারিদিকেই সমভাবে বিচ্ছুরিত হচ্ছে।
ইমাম সাহেবঃ আপনার মতে যদি আলোটি চারিদিকে সমভাবে বিচ্ছুরিত হতে পারে তেমনিভাবে আল্লাহ পাক যিনি সমস্ত আসমান জমীনের সকল আলোর উৎস, তাঁর প্রবাহ চতুর্দিকে বিচ্ছুরিত।
দ্বিতীয় জবাবে আরো দমে গেল পাদ্রী। বলল, আচ্ছা এবার তৃতীয় প্রশ্নের জবাব দিন। বলুন, আল্লাহ এ মূহুর্তে কি করছেন?
ইমাম সাহেবঃ এ মূহুর্তে আল্লাহ পাক আপনাকে মঞ্চের উচ্চ আসন থেকে অবতরণ করিয়ে তদস্থলে আমাকে আরোহণ করালেন এবং আপনাকে পরাজিত করিয়ে আমাকে আপনার উপর বিজয়ী করলেন। পাদ্রী দম্ভ চূর্ণ হলো।
আর উপস্থিত সকলে ইমাম আবু হানীফা (রঃ) এর প্রশংসা করতে লাগলেন।
আসুন, আমাদের মধ্যে অনেকেই আছেন যারা মুসলমান হয়েও আল্লাহকে বিশ্বাস করে না। অন্তত তারা যদি এই ছোট ঘটনাটা ভালভাবে চিন্তা করে দেখেন তাহলে বুঝবেন, আসলেই আল্লাহর অস্তিত্ব আছে কি না?
বিষয়: বিবিধ
১০৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন