কি লিখবো লেখার ভাষা হারিয়ে ফেলেছি !
লিখেছেন লিখেছেন মামুন আব্দুল্লাহ ২৪ ফেব্রুয়ারি, ২০১৩, ০৭:৫২:৫৭ সন্ধ্যা
ব্লগে এসে মন্তব্য বা লেখালেখি করতে মন চায় না যখন এসে দেখি শুধু প্রতিহিংসামূলক লেখা আর মন্তব্য একজন ব্লগার অনায়াশে করেই যাচ্ছে । ইসলামের পক্ষে কথা বলা কি অন্যায় অপরাধ ? সামুতে ইসলাম ও মুসলমানদের নিয়ে কিছু লেখালেখি করতে গেলে ভ্যান করে দেয় সোনার বাংলাদেশ বন্ধ করে দেয়া হলো । টুডে ব্লগ বাধাহীন অংগীকার থেকে বের হয়ে আবার লেখার লাগাম টেনে ধরলো । ইসলাম বিরোধী ততপরতা এতোই বেড়ে গেছে যে দেশে বিদেশে পত্র পত্রিকায় রেডিও টিভি চ্যানেল ব্লগ কোথায়ও ইসলাম ও মুসলমানদের পক্ষে কোনো ভালো বা শিক্ষামূলক লেখা ছাপানো অনেক দুষপাপ্য হয়ে পরেছে। শুধু ফেইসবুকেই কিছু লেখালেখি করা যায় কারন এটা আমাদের নিয়ন্ত্রনে নেই তাই হয়তো সম্ভব হচ্ছে । আল্লাহ আমাদের সবাইকে ইসলাম ও মুসলমানদের বুঝার মতো জ্ঞান ও সুবুদ্ধি দান করুন । আমীন !
বিষয়: বিবিধ
১১১৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন