বর্তমান বাংলাদেশের রাজনৈতিক অবস্থা
লিখেছেন লিখেছেন নুর আলম ২৪ ফেব্রুয়ারি, ২০১৩, ০৮:২১:৩৯ রাত
আমি মোঃ নুরুল আলম, পেশায় একজন শিক্ষক, পিতা মোঃ আব্দুস ছামাদ, তিনিও একজন শিক্ষক। লেখা পড়া করে শিক্ষক হওয়া আমার জীবনের মস্ত বড় একটা ভুল, কারণ শিক্ষকদের সামাজিক মর্যাদা বলতে আছে শুধু ঘৃণা আর অভিশাপ । আমি লেখা শুরু করেছিলাম, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কিন্তু আমার ব্যক্তি জীবন নিয়ে অনেক কিছু লেখে ফেললাম । বলবেন কেন আমার মত একজন শিক্ষক যখন বাসা থেকে বের হয়ে যায় ছাত্র-ছাত্রীদের শিক্ষা দেওয়ার জন্য। আর বাসায় ফেরে লাশ হয়ে । তখন মনে হয় আসলে এ পেশায় আসা আমার জীবনের জন্য ভুল, পিতার হাত ধরে এসেছিলাম এই পেশায় , উচ্চ শিক্ষা করা সত্যেও যায়নি অন্য কোন পেশায় অর্থের লোভ ছিল না তাই। কিন্তু আজ মনে হয় ভুল করেছি। সরকার আসে সরকার যায় কিন্তু পরিবর্তন হয়না শিক্ষকের জীবন মান। সরকারী আমলারা যখন তাহাদের নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য আমাদের হাতেগড়া কতিপয় সন্ত্রাসিকে লেলিয়ে দিয়ে দিনে দুপুরে যখন মানুষ খুন করছে। বাসা থেকে বাহির হওয়া যখন নিরাপদ নয়। তখন মনে হয় সেদিন ভুলি করেছিলাম যে দিন বিদেশে ভাল অফার পাওয়া সত্যেও যাই নি । আজ দাড়ি টুপি দেখলেই যখন ছাত্ররা আমার সামনে স্লোগান দেয় ধর ধর জামাত ধর, ধরে ধরে জবাই কর তখন মনে হয় এ কাদের মানুষ করার জন্য এ জীবনের সকল আশা ত্যাগ করে এদের মানুষ করার কারিগর হয়েছিলাম । হায় দেশ, হায় দেশের ছাত্র সমাজ । জীবনে কি পেলাম!!! না পেলাম অর্থ, না পেলাম সম্মান, না পেলাম মানুষের ভালবাসা । সরকার যদি ছাত্র সমাজকে তাহাদের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য রাজনৈতিক কাজে ব্যবহার না করতো তাহলে আজ মুসলমানদের সুন্নাত আমার দাড়ি টুপি নিয়ে আমারি হাতে গড়া অপমানের গ্লানি আমার শুনতে হত না আমি কোন দিন কোন বিষয়ে লেখি নাই কম্পিউটার সম্পর্কে আমার জ্ঞানও কম লেখায় ভুল ভ্রান্তি থাকলে ক্ষমা করবেন
নিবেদক নুর আলম
বিষয়: রাজনীতি
২২৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন