আর কত আগুন জ্বালাবে

লিখেছেন লিখেছেন নুর আলম ০৫ মার্চ, ২০১৩, ০৭:৪৯:৫৯ সন্ধ্যা

ব্লগে লেখতে ইচ্ছা হয় না । কারন আজ দেশে মোনাফেকের সংখ্যা যে ভাবে বেড়ে চলছে তাতে মনে হয় । এই মোনাফেক দের গজবে আল্লাহ আমাদের না ফেলে । এই মোনা ফেক দের সরদার রাজাকার মহিউদ্দিন খাঁন আলমগীর , আমাদের সোনার মত দেশের স্বরাষ্টমন্তি । এই মোনাফেক গত ২৬/০২/২০১৩ ইং তারিখে এ টি এন বাংলার কোন এক টক শো তে বলে ছেন আল কোরআন কে আমরা বিস্বাশ করি সত্য । কিন্ত কোর আন অনুশারে দেশ চালানো যায় না । কোরআন নাজেল হয়েছে আজ থেকে ১৪০০ বছর আগে তখন বিজ্ঞান / তথা মানব সভ্যতার কোন ছোয়া তখন ছিল না । আজ মানুষ যখন সভ্যতার দ্বার প্রান্তে পৌছে গেছে তখন কোর আন রিসার্য করে বর্তমানের সাথে কোন গড় মিল পাওয়া গেলে । তা নিয়ে সমালোচনা করা দোষের কিছু নেই । নাউযুবিল্লাহ ।হায়রে আমাদের মসলিম দেশ যেখানে হিন্দুদের ধর্ম গ্রন্থ নিয়ে কেউ সত্য কথা বললেও তাকে হাজতে যেতে হয় । আর যেখানে ৯৫% মসলমানের দেশে একজন স্বরাষ্ট মন্তি নাস্তিক ব্লগার সাথে তাল মিলেয়ে কোরআনকে নিয়ে এমন কথা বলে সেখানে আমাদের কিছুই করার নেই। আমরা ব্লগ লেখতে গিয়ে প্রেম কাহিনী লেখছি নইলে অন্য কিছু । আমরা যেন বোবা শয়তান যা ২/১ জন লেখে ছদ্দ নামে । নিজের পরিচয়ে লেখতে এত ভয় কেন? আমাদের মনে রাখতে হবে আমরা মসলমান আমাদের পুর্ব পুরুষেরা এই পৃথীবির অর্ধেক রাজত্ব করতো । আজ আমাদের পৃথিবী সংকীর্ণ হইয়া আসিতেছে , তার কারন আমাদের উপড় আল্লার গজব আস্তে আস্তে গ্রাস করে ফেলছে । আমরা যখন সত্যর পতিবাদ করিনা এমন কি অন্তর থেকে গৃনা পর্য়ন্ত করিনা ।তখন সুদু নফল নামাজ পড়ে দোয়া করলে আল্লার সাহায্য আসবে না । আমরা আর কিছু না পারি । যে, যেখানে ,যে অবস্তায় থাকি, আমাদের ধর্ম , আমাদের ধর্ম গ্রন্থ নিয়ে আলোচনা করি । কাফের মসরেক দের হাত থেকে দেশ কে রক্ষার জন্য কাজ করি ।আপনি যেই হোন না কেন ?কি জামাত, কি বি,এন, পি , বা অন্য কেহ । মনে রাখবেন আপনি মসলমান , একজন প্রকৃত মসলমান মোনাফেক হতে পারে না । আল্লাহ আমাদের কবুল করুন আমিন ।

বিষয়: বিবিধ

২০৫৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File