নাটকের মঞ্চে মাওলানা সাঈদীর ফাঁসির প্রস্তুতি শেষ-কয়টি লাশ চাও হাসিনা...?

লিখেছেন লিখেছেন ইবনে বেলাল ১১ ফেব্রুয়ারি, ২০১৩, ০৮:১৭:২৬ রাত

শেষ দিন আদালতে আসমানের দিকে শাহাদাত অঙ্গুলি তুলে মাওলানা বিচারকদের বলেছিলেন, ‌'আমি হাশরের দিনের অপেক্ষায়-যে দিন আমি মজলুম হবো অভিযোগকারী

আপনারা বিচারকেরা হবেন আসামী। দুনিয়ার আদালতের ফাঁসি নিয়ে আমি চিন্তিত নই। আমার উপর করা অন্যায়ের বিচার আমি মহান রবের কাছে দিলাম।'

সেই আল্লামা সাঈদীর মামলার ফাঁসির রায় হয়ে গেছে! সব ঠিক থাকলে ১৩ ফেব্রুয়ারি বুধবার রায় ঘোষণা হবে। মাঝে তীব্র কোন আন্দোলন গড়ে না উঠলে এ রায়ই চূড়ান্ত। তবে ফাঁসির ব্যাপারে বিচারপতিরা সরকারের সাথে একমত হতে পারছেন না।

আমার গোলাপসম ভাইদের বলছি। তোমরা কি এখনও চুপ করে বসে থাকবে! ভাইরে আর সময় কোথায়? এইতো বুধবারেই রায় পড়ে শোনানোর কথা। আমি আমার শরীরের সব রক্ত রাজপথে ঢেলে দেয়ার ঘোষণা দিলাম।

সাঈদীকে মুক্তি দিতে কয়টি লাশ চাই হাসিনার!

আজ শপথ নিলাম-মাওলানা সাঈদীকে মুক্তি না দিলে নিজে স্বেচ্ছায় কারাবন্দী হবো। জীবনটা এ সরকারের কামানের সামনে দিয়ে চলে আসবো।

জানি না কয়টি প্রাণের বিনিময়ে আল্লাহ মুক্তি দিবে কোরআনের এ সেবককে। আমি কয়েক হাজার বার মরলেও যদি তিনি মুক্তি পান, তবে আল্লাহকে বলছি-হে মাবুদ আমার জীবনের বিনিময়ে তুমি মাওলানা সাঈদীর জীবন ফিরিয়ে দাও। ও আল্লাহ তার মুক্তির মিছিল থেকে এ পাপী বান্দাকে কবুল করে নাও...

বিষয়: বিবিধ

৯৯১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File