চলুন দেখি তারুন্যদীপ্ত শাহবাগের গণ অান্দোলন নিয়ে অামজনতার মতামত!
লিখেছেন লিখেছেন উদাস পথিক ১১ ফেব্রুয়ারি, ২০১৩, ০৮:১৩:১৫ রাত
তারুন্যদীপ্ত শাহবাগের গণ অান্দোলন নিয়ে অামজনতার মতামত জানতে কট্টর অাওয়ামী লীগ সমর্থিত বিডি নিউজ ২৪ডট কম অাজ ১১.০২.২০১৩ তারিখে একটি জরিপ চালায়। জরিপের বিষয়বস্তু ও ফলাফল নিম্নরুপ-
আন্দোলন টাকা দিয়ে
বিএনপি নেতা আ স ম হান্নান শাহ বলেছেন, গোয়েন্দা সংস্থাগুলোর মাধ্যমে টাকা ও অন্যান্য সহায়তা দিয়ে শাহবাগের আন্দোলন হচ্ছে। তার এই বক্তব্য কি আপনি ঠিক মনে করেন?
হ্যাঁ - 52%
না - 48%
মোট ভোট সংখ্যাঃ 4957
জরিপের রেজাল্ট নেয়া হয়েছে রাত ৮.০০ টার সময়।
এই বার বুঝুন শাহবাগে গণ মানুষের (?) জাগরণ!
উল্লেখ্য এই বিডি নিউজ তাদের মনমত মতামত না হলে হাজার যেৌক্তিক মতামত না ছাপিয়ে স্বাধীন মতামত প্রকাশের স্বাধীনতায় (?) বিশ্বাসী!
বিষয়: বিবিধ
১২৮৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন