আমায় পড়বে কি মনে?

লিখেছেন লিখেছেন উদাস পথিক ২৯ মে, ২০১৩, ০৬:৪৩:১২ সন্ধ্যা

অলস দুপুর,

পড়ন্ত বিকাল,

বৃষ্টিভেজা সন্ধ্যায়,

গহীন রাতে টিনের চালের

ঝুম বৃষ্টির ছন্দে

আমায় পড়বে কি মনে?

গহীন রাতে,

নিঝুম ধরায়

ঝি ঝি পোকার

একটানা ডেকে

যাবার সুরে,

ভুলে যাবেনাতে মোরে?

ছিলাম আমি

তোমাদের মাঝে

নিভৃতে-নিরবে

সকাল-সাঁঝে।

তোমাদের হাসি-কান্নায়

অন্ত:প্রাণ ছিল এ হৃদয়।

বিধাতার ডাকে

যেতে হবে আমায়,

বিদায় হে বন্ধু, বিদায়।

বিষয়: বিবিধ

১৯৪০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File