বিশ্ব ইতিহাসের নজিরবিহীন ধোঁকাবাজি! শপথকারীরা কেউই জানত না তারা শপথে কি পড়তে যাচ্ছে!
লিখেছেন লিখেছেন হাসান ১১ ফেব্রুয়ারি, ২০১৩, ০৮:৪৯:১৯ রাত
বিশ্ব ইতিহাসের নজিরবিহীন ধোঁকাবাজির ঘটনা ঘটে গেল শাহবাগে! শপথকারীরা কেউই জানত না তারা শপথে কি পড়তে যাচ্ছে! হায়রে হুজুগে বাঙ্গালি! বামপন্থীদের ধোকায় পড়ে হাজার হাজার মানুষ না জেনেই দিল্লীর প্রেসক্রাইব করা শপথ বাক্য তোতা পাখির মত পাঠ করল!! সমবেত শপথকারীদেরকে কেউই জানতে চাননি না তাদের কি পড়ানো হচ্ছে। সম্ভবত পৃথিবী ইতিহাসে কোন কিছু না জানিয়ে সে বিষয়ে মানুষকে শপথ পড়ানোর মত অসভ্যতা আর দ্বিতীয়টি ঘটেনি।
আরও আশ্চার্যের বিষয় হলো, যে শপথটিতে দেশের বিশাল অর্থনৈতিক প্রতিষ্ঠান বন্ধের কথা বলা হয়েছে, সেই শপথের প্রত্যেকটি দাবি, বাক্য এমনকি শব্দের সাথেও দেশের মাননীয় প্রধানমন্ত্রীও একমত। হিরক রাজা এবং তার প্রজাদের জন্য লজ্জা!
মনে হচ্ছে সাঈদী বাংলাদেশের মূল সমস্যা! যাকে ফাঁসি দিতে পারলেই বাংলাদেশ সিংগাপুর হয়ে যাবে!!!!! বেকুপের মত লেবেল লাগিয়ে দেশের শত শত প্রতিষ্ঠান বন্ধ করা হলে কার লাভ?
দেশীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা কিংবা পত্রিকা পোড়ানোর চেতনা নিয়ে গণতন্ত্র চলে না : তারুণ্যের সঙ্গে প্রজ্ঞার সমন্বয় দরকার।
বিষয়: রাজনীতি
১১০৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন