বিবেক, মানবতা আর দেশ-প্রেম কি আমাদের থেকে হারিয়ে গেছে ? না মানবতার গুণ যার মধ্যে থাকে সেই মনুষ্যজাতি আমরা নই ?

লিখেছেন লিখেছেন ফী ছাবীলিল্লাহ্‌ ১১ ফেব্রুয়ারি, ২০১৩, ০৮:৫৯:৩৭ রাত

রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য একবার রাজাকারদেরকে নিয়ে একই থালায় খাবেন আবার একই উদ্দেশ্য হাসিলের জন্য এদের ফাঁসির ব্যবস্থা করবেন-এটাই কি বিবেকের তাড়না? সঠিক দলীল-প্রমাণে যে অপরাধী সাব্যস্ত হবে- সে ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই হোক কিংবা দুনইয়ার আইন অনুযায়ী ই হোক, অনতিবিলম্বে তার বিচার হওয়া চাই; কিন্তু ব্যক্তিগত কিংবা দলীয় প্রতিহিংসার বশবর্তী হয়ে প্রতিকী বিচারের নামে ব্যক্তিবিশেষের প্রতি কুদৃষ্টি দেয়া- এটা জঘন্য অপরাধ। আপনার-আমার এই অপরাধের বিচার যে কোন দিন হবে না, এই গ্যারান্টি কি কেউ দিতে পারবে? সর্বোপরি একজন মুছলিম হিসেবে চিন্তা করুন-আখিরাতে তো অবশ্যই আপনার-আমার এই অপরাধের জন্য বিচারের সম্মুখীন হতে হবে। আল্লাহ্‌ আমাদের প্রত্যেককে ইনসাফের দৃষ্টি ও তা কার্যকর করার তাওফীক্ব দান করুন। আ-মী-ন

বিষয়: রাজনীতি

১৩০০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File