অর্থই সব সমস্যার সমাধান,
লিখেছেন লিখেছেন আব্দুল মান্নান মুন্সী ০১ মার্চ, ২০১৬, ১২:২৯:৩৮ রাত
মায়ের কুলে জীবনের শুরু
বাবার হাতে ভর দিয়ে যাত্রা শুরু
অতপর একটু একটু করে বেড়ে উঠা
শিক্ষাঙ্গনে প্রবেশ আরেক ধাপ যাত্রা
মেধার জগতের ইদুর দৌড়,
প্রাইমারি শেষ হাইস্কুল টপকে-কলেজ ভার্সিটি
সব যায়গাতেই দৌড় প্রতিযোগীতা !
ক্লান্তি যেন প্রাপ্তির সামনে যাচ্ছেতাই
মন মগজে স্বপ্ন চুড়ার হাতচ্ছানি
দৌড়ের যেনো শেষ নেই,
আলোকিত জীবনের স্বপ্নে বিভোর
প্রাচুর্য্য হলোত ভালোবাসার মুচকি হাঁসি
আবারো নতুনের নব আগমন
দৌড়ের উপর দৌড়ের জন্ম-মোহমায়া,
জীবনান্তের ভাবনার কালো দাগ উঁকি মারে
অন্তরে বাহিরে তবু জীবনের জন্য ছুটে চলা
থেমে যাওয়ার নিশ্চয়তায় তোয়াক্কা নেই-
আরো চাইর প্রতিযোগীতায়,
বুকের বামপাশটায় আজকাল ব্যাথা করে
মনের ভেতর ক্ষানিক দ্বিধ্বা-অতপর মনোবল
অর্থই সব সমস্যার সমাধান,
দেশ কিংবা বিদেশ আই সি ইউ কিংবা সি সি ইউ
আই ডোন্ট কেয়ার কত আর বিল হবে-
সমস্যা নেই,
মালাকুল মওত দরোজায় নক করে
সে ডোন্ট কেয়ার-অর্থই মনোবল
এখানেও দৌড়ের প্ররিকল্পনা করে।
বিষয়: সাহিত্য
১২১৬ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন