@@@ ওরা চায় @@@

লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ২৯ ফেব্রুয়ারি, ২০১৬, ১০:০৯:৪৪ রাত

ওরা চায়

আমরা মিছিল সমাবেশ করি মরি খেয়ে পুলিশের গুলি

তারা ঘরে বসিয়া হাসিয়া নাচিয়া আন্দোলনের ফসল লইবে তুলি ।

-

ওরা চায়

গদি,ক্ষমতার স্বাদ মন্ত্রী এমপি হতে আমাদের লাশ মাড়ি

আমাদের দেহ মাটিতে লুঠোক রাজপথ খুনে লাল করি।

-

ওরা চায়

আমরাই গড়ি প্রতিরোধ পাহাড় ভাঙ্গি স্বৈরাচারের শক্ত ভিত

তারা আরাম আয়েস স্বপ্ন নেশায় গাইবে শুধু ক্ষমতার গীত ।

-

ওরা চায়

আমরা হই বাড়ি-ঘর ছাড়া ভবঘুরে হোক যুবা তরুণ

তারা চেয়ারম্যান মেম্বার হবে তারাই লুঠিবে আলোক অরুণ।

-

ওরা চায়

আমরা আনি সোনালি প্রভাত ভোরের সুর্য জোৎস্না চাঁদ

তারা শুধু স্বপ্নে বিভোর একাই লুঠিবে ক্ষমতার স্বাদ।

-

(বি এন পি‘র এক নেতার সাথে দেখা হলে তিনি জানতে চেয়েছিলেন আমাদের মিছিল মিটিং নাই কেন? তারপর থেকে আমার মাথায় এই বেরসিক কথামালা কিলবিল করছিল। )

বিষয়: বিবিধ

৯৮২ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

360849
২৯ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১০:২২
গাজী সালাউদ্দিন লিখেছেন : বাক্কা জবাব দিবেন! এর চেয়ে হাসি মুখ জুতার বারি আর নেই ভাই।

আচ্ছা, আমরা না হয় আন্দোলন করলাম, রাজপথে মরলাম, ফসল ওরাই ঘরে তুলল, কিন্তু এই অকেজোগুলো কি গুন পোকার হাত থেকে সে ফসল রক্ষা করার ক্ষমতা রাখে! তাও তো পারবে না।
০৪ এপ্রিল ২০১৬ সকাল ০৫:১০
302408
প্যারিস থেকে আমি লিখেছেন : মন্তব্যের লাগিয়া ধন্যবাদ।
360856
২৯ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১০:৫২
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : আর কত চাবি,, চাওয়ারও তো একটা শেষ আছে।
০৪ এপ্রিল ২০১৬ সকাল ০৫:১০
302409
প্যারিস থেকে আমি লিখেছেন : চাওয়ার কোন শেষ নেই।
360859
২৯ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১১:২৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ১০০% সঠিক জবাব।
০৪ এপ্রিল ২০১৬ সকাল ০৫:১১
302410
প্যারিস থেকে আমি লিখেছেন : ধন্যবাদ।
360867
০১ মার্চ ২০১৬ রাত ০১:৪৯
শেখের পোলা লিখেছেন : জব্বর বলেছেন৷ সত্যই ওরা চায় জনগনের মাথায় কাঁঠাল ভেঙ্গে খেতে৷ জনগন আন্দোলন করে গুলি খেয়ে ওদের গদিতে বসাবে আর ওরা লুটপাট করে দেশকে জনগনকে রক্ত শূণ্য করে ফেলবে৷ জনগণ তা বুঝে গেছে তাই আন্দোলন জোরদার হয়না৷
০৪ এপ্রিল ২০১৬ সকাল ০৫:১১
302411
প্যারিস থেকে আমি লিখেছেন : ধন্যবাদ।
360884
০১ মার্চ ২০১৬ সকাল ১১:১৩
হতভাগা লিখেছেন : বিএনপি জামায়াতের জন্য যা করেছে এবং এর জন্য তারা যে মার খাচ্ছে - এটার ঋণ জামায়াত-শিবিররা তাদের শরীরের সবটুকু রক্ত দিয়েও শোধ করতে পারবে না ।

বিএনপি জামায়াতকে সাথে নেবার কারনে যদি এটম বোমা খেয়ে থাকে তার বিপরীতে জামায়াত যা খাচ্ছে সেটা সামান্য একটা চিমটির সমানও নয় ।

আর জামায়াতের টিকে থাকা নির্ভর করছে শক্তিশালী বিএনপির উপর । বিএনপি না থাকলে জামায়াতকে আওয়ামী + বামেরা কবেই চিরে ফেলত !

১৯৯৫ এ বিএনপির কাছ থেকে আলাদা হয়ে আওয়ামী লীগকে তত্ত্বাবধায়কের ফর্মুলা দিয়ে জামায়াত যে চমৎকার কাজ করেছিল তার মজা এখন তারা ভালই চাখতেছে ।

বেঈমান জামায়াতের সামনে এখন দুইটা পথ :

০ হয় বিএনপির জন্য মার খেয়ে যেতে হবে , না হয়
০ আবারও আওয়ামী লীগের ছায়াতলে ফিরে যাবে ।

স্বতন্ত্রভাবে এরা টিকে থাকবে ঠিকই তবে সেটা জাসদ বাসদের চেয়ে খুব একটা এগিয়ে থাকবে না ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File