আমি মহারাজ...
লিখেছেন লিখেছেন আব্দুল মান্নান মুন্সী ০১ অক্টোবর, ২০১৫, ১১:৩০:০৩ সকাল
চারিদিকে ভয় কখন কি হয়
শয়তানের শয়তানি কাজ,
মহারাজ ইবলিশ চালেন চাল
সবই অবশেষে হবে তারই কাল,
মহাকাল গ্রাসিবে তারে-তারই পাপ
মহাপাপ পাপির জাত সাপ,
ইনিয়ে বিনিয়ে নয়াচাল
বেসামাল কাজে কর্মে-আত্মীক ধর্মে,
কাহারে ধ্বংসিয়া কাহারে ধ্বংসিবে
কিলবিল পিপাসা তনুমনে,
মায়াজাল বিছায়ে ধূপছায়া তলে
ডাকিয়া হাকিয়া আনিতেছে কয়ে,
তোমারে খাওয়াবো অমৃত সুধা
চিরতরে তব মিটাবো ক্ষুদা,
মূচন করিবো তব আজন্ম পাপ
ধূলির ধরনী করিব পূণ্য ভূমি,
আমারই চাল মহামায়া জাল
আজ দেশ দেশান্তরে সমাদর করে,
আহামরি বড়াই করি আমি মহারাজ
পাপেই করি সব পূণ্যরে বিনাস,
করি ক্ষমতায় সর্বত্র বিরাজ
পাপেই মহানন্দ-
নেই সংকোচ্ কিংবা লাজ।
বিষয়: সাহিত্য
১০৮১ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন