উচ্চতা কি জিনিস!
লিখেছেন লিখেছেন সুমাইয়া মাহজাবীন ০১ অক্টোবর, ২০১৫, ১২:০৯:২৩ দুপুর
# উচ্চতা কি জিনিস?
বর্তমান সমাজে বিয়ের কনে বাছাই করার ক্ষেত্রে
সবার আগে দেখা হয় উচ্চতা কতটুকু,তারপর
জিজ্ঞাসা করা হয় "মেয়ে ফর্সা কিনা"?কিন্তু
সবার আগে যেটা দেখা দরকার সেটা হল,মেয়েটা
উন্নত চরিত্র ও নৈতিকতার অধিকারি কিনা?আর
উচা,লম্বা,ফর্সা,কালো পরের কথা।আচ্ছা, উচ্চতা কি
কেউ নিজ হাতে বানায়?এটাত আল্লাহরই হাতে
স্বয়ংক্রিয়ভাবে তৈরি।#উচ্চতা একটা সাইজ
মাত্র।আমার পরিচিত একজন মেয়ে দেখতে গিয়ে
মেয়ের সব কিছু শোনার পর যখন শুনলেন,মেয়ের
চাইতে তার ছোট বোনগুলো লম্বায় আর একটু উচু,তখন
তিনি বল্লেন,"তাহলে ছোট মেয়েকেই আমাকে
দেখান"।আবার ছেলেদের ক্ষেত্রে এসব কিছুই ধার
ধারেনা।যেন তিনারা ধোয়া তুলসি পাতা।তাদের শুধু টাকা থাকলেই চলবে।তাই
রংগিন চশমা পড়ে দুনিয়াটাকে রংগিন না দেখে
এই দুইয়ের ক্ষেত্রেই সবার আগে দেখতে হবে উন্নত
চরিত্র আর নৈতিকতাকে।কারন সব থেকেও যদি এটা
না থাকে তবে ফলাফল শুন্যই হবে।
Click this link
বিষয়: বিবিধ
১২৩২ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন