সম্পর্ক...
লিখেছেন লিখেছেন আব্দুল মান্নান মুন্সী ২০ আগস্ট, ২০১৫, ১২:৪৩:২৬ দুপুর
সম্পর্ক সুতোয় বাঁধা মালার মতো
যার দানায় দানায় ভালোবাসা গাঁথা,
সুখ দুখ হাসি কান্নার নিত্য খেলা
স্বযতনে সামলে রাখা বন্ধন,
কোন স্বার্থপর হাতেই ছিন্ন হয়
যখন ভালোবাসা বড় অসহায়,
বিখরে যায় সম্পর্ক দূর অজানায়
তখনো ভালোবাসা বড় অসহায়"
জন্ম জন্মান্তরের সম্পর্ক ছিড়ে যায়
ভারাক্রান্ত ব্যাথায় নিরব অভিমানে,
অভিযোগ অনুযোগ শূন্যে মিলায়
সম্পর্ক যেনো সম্পর্কেরই অন্তরায়।
বিষয়: সাহিত্য
১০২৪ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভারাক্রান্ত ব্যাথায় নিরব অভিমানে,
অভিযোগ অনুযোগ শূন্যে মিলায়
সম্পর্ক যেনো সম্পর্কেরই অন্তরায়।"
দারুণ লাগলো ভাইয়া।
সম্পর্ক সুতোয় বাঁধা মালার মতো
যার দানায় দানায় ভালোবাসা গাঁথা,
সুখদুখ হাসিকান্নার নিত্য খেলা ।
মন্তব্য করতে লগইন করুন