আমায় বুঝি কেউ ভালবাসেনা
লিখেছেন লিখেছেন ইমরান বিন আনোয়ার ২০ আগস্ট, ২০১৫, ১২:০৬:০৫ দুপুর
কবিতারাও রাগ করে
লেখনীরা অভিমানে, দূর থেকে আড়চোখে তাকায়
হয়তো ভাবে, কতটা বিক্ষিপ্ত মনে
আমি খুঁজে ফিরে বর্ণের রূপ!
আমায় বুঝি কেউ ভালবাসেনা!
প্রেয়সীর চুড়িতে সূর্য কখনো আলো ছড়ায়নি
কখনো যে দেখা হয়নি সে চুড়ি পরা হাত
কল্পনারা বেয়াড়া হয়েছে। কবিতা কিংবা লেখনীতে
ভেবেছি প্রেমের গল্প। সে গল্পও আজ মনের পাথারে
শীতল শিহরণ জাগায়না।
আমায় বুঝি কেউ ভালবাসেনা।
সাদা পাতা স্থির হয়ে, আমাকে উপহাস করে
আমার পাশে বসে থেকেছে দীর্ঘক্ষণ!
কলমের দু'ফোটা লাল-নীল মেহেদী
গায়ে মেখেছে যেন অনিচ্ছায়। তারপর
আমার এলোমেলো শব্দগুচ্ছ বুঝে-না বুঝে
হয়ে গেছে আরো একটি অপূর্ণতার চিহ্ন!
আমি হারিয়েছি আরো একটি পরম সহচর
আমায় বুঝি কেউ ভালবাসেনা!
আমি পথের বাঁকে, বনের ধারে, শূন্য ঘরে
একলা ছাদে; কাটিয়েছি কত বেলা।
ভেবেছি, কেউ একজন তো আছে- আমার মতই
প্রিয় মানুষটিকে খুঁজছে! যদি দেখা পেয়ে যেতাম তার!
দু'জনে মিলে, অতঃপর লিখতাম কাব্য। ফোটাতাম ফুল
গল্পের পাতা দিয়ে। তখন আর সবশেষের অবলম্বনটুকু,
গল্প-কবিতারা- হারিয়ে যেত না আমার শত অনুনয়েও।
আমিও কি বলতামনা;
আমায় বুঝি কেউ ভালবাসেনা!
বিষয়: বিবিধ
১০৩৮ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
:....আমিও কি বলতামনা;
আমায় বুঝি কেউ ভালবাসেনা!:
অন্তরের অজানা কোন এক স্হানে যেন অস্পষ্ট কিছু শুনতে পেলাম!!!
মন্তব্য করতে লগইন করুন