যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার ৯০ শতাংশ করে অমুসলিমরা।

লিখেছেন লিখেছেন মুসলমান ২০ আগস্ট, ২০১৫, ১১:৩৩:২৮ সকাল



মুসলিম সন্ত্রাসী'- এই শব্দযুগল ব্যবহার করে কোনো তথ্য প্রমাণ ছাড়াই যে কাউকে অভিযুক্ত করতে নিয়মিতই নিজেদের যোগ্যতার স্বাক্ষর রেখে চলেছে পশ্চিমা সংবাদমাধ্যম। কোথাও কালে ভদ্রে দুয়েকটি হামলা/সন্ত্রাসের ঘটনা কোনো বিপথগামী মুসলমানের দ্বারা হলেই আন্তর্জাতিক সংবাদমাধ্যমে হায় হায় রব উঠে। যদিও প্রকৃত তথ্য এবং পরিসংখ্যান বলে ভিন্ন কথা।

0২০‌১৩ সালে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এর একটি রিপোর্ট থেকে জানা যায়, সেদেশের মাটিতে গড়ে যত সংখ্যক হামলা হয় তার ৯০ শতাংশই ঘটিয়ে থাকে অমুসলমি সন্ত্রাসীরা।

এফবিআইয়ের ওই প্রতিবেদনে দেখানো হয়, ১৯৮০ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত মোট হামলার ৯০ শতাংশই ঘটায় অমুসলিম সন্ত্রাসীরা।

সবচেয়ে বেশি হামলার ঘটনা ঘটিয়ে থাকে ল্যাটিন আমেরিকান সন্ত্রাসীরা। তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের হার শতকরা ৪২ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা চরম বামপন্থী সন্ত্রাসীরা ২৪ শতাংশ সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটায়।

৭ শতাংশ সন্ত্রাসী কার্যক্রমের জন্য দায়ী ইহুদীবাদী সন্ত্রাসীরা। মুসলিম নামধারী সন্ত্রাসীরা দায়ী মাত্র ৬ শতাংশ ঘটনার জন্য। কমিউনিস্ট ৫ শতাংশ এবং অন্যান্যরা ঘটিয়ে থাকে ১৬ শতাংশ সন্ত্রাসী ঘটনা।

সূত্র: ওয়াশিংটন ব্লগ।

বিষয়: বিবিধ

৮১১ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

337089
২০ আগস্ট ২০১৫ সকাল ১১:৪১
হতভাগা লিখেছেন : প্রথমে কোন ঘটনা ঘটলেই তারা মুসলমানদের দিকে আঙ্গুল তোলে এবং সাথে ইসলাম ধর্মকেও দোষারোপ করে ।

পরে যখন জানা যায় সে এরা মুসলমান নয় , তখন হয়ত তাদের মানসিক ভাবে বিকারগ্রস্ত বলে চালানো শুরু করে বা ভিডিও গেমসের দোষ দেয় ।

তবে কখনই বলে না যে এটা ক্রিশ্চিয়ান / জায়োনিস্ট টেররিস্টের কাজ ।
২৩ আগস্ট ২০১৫ সকাল ১০:৩২
279360
মুসলমান লিখেছেন : পুরো বিশ্ব মিডিয়া কাফেরদের দখলে। বিশেষ করে ইসলাম বিদ্বেষী ইহুদীদের দখলে। এরা ছড়ায় মিডিয়া সন্ত্রাস।
337123
২০ আগস্ট ২০১৫ দুপুর ০৩:১৪
নাবিক লিখেছেন : হুম
২৩ আগস্ট ২০১৫ সকাল ১০:৩৩
279361
মুসলমান লিখেছেন : জি।
337157
২০ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:০৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কয়েকদিন আগে এক চার্চে গুলিবর্ষনে প্রাদেশিক সংসদ সদস্য সহ ৯ জন মারা গেল। বিষয়টা এখন মিডিয়ার বাইরে চলে গেছে। কারন!! খুনি এক খৃষ্টান।
২৩ আগস্ট ২০১৫ সকাল ১০:৩৮
279364
মুসলমান লিখেছেন : পুরো বিশ্ব মিডিয়া কাফেরদের দখলে। এরা সারা বিশ্বকে যা দেখায় আমরা তাই দেখি।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File