নিঃসঙ্গে...
লিখেছেন লিখেছেন আব্দুল মান্নান মুন্সী ১৬ নভেম্বর, ২০১৪, ১১:৪৪:১৬ সকাল
সুখগুলো যখন উপহাস করে-
দূরে চলে যায় ব্যাথিত হই,
অসহায়ের ন্যায় পায়ে পা ফেলি-
অজানা গন্তব্যের আশে,
জানি না জীবন সূর্যাস্তের পূর্বে-
স্বপ্নছোঁয়া হবে কিনা....
স্বপ্ন বিলাসী মানুষরা-
হয়তো স্বপ্নেই বাঁচেমরে.....
সুখের সাগরে স্নান করে-
স্বপ্নেই ঘুরে বেড়ায়-
সৈকত বালুচরে...নিঃসঙ্গে।
বিষয়: বিবিধ
১০২৯ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হয়তো স্বপ্নেই বাঁচেমরে.....
সুখের সাগরে স্নান করে-
স্বপ্নেই ঘুরে বেড়ায়-
অসম্ভব ভালো লাগা রেখে গেলাম। মুন্সি ভাইয়ের কবিতা মানেই সেরাম কিছু। আমার মত ছাপোষা ব্লগারের মন্তব্য করতে ভয় লাগে।
মন্তব্য করতে লগইন করুন