পরহেযগার বাড়ীর ছাদ!!!
লিখেছেন লিখেছেন মোঃ মাসুম সরকার আযহারী ১৬ নভেম্বর, ২০১৪, ১১:৫৩:৫৮ সকাল
বাড়ীওয়ালা মাস শেষে যথারীতি ভাড়া নিতে আসেন ভাড়াটিয়ার কাছে।
ভাড়াটিয়াঃ ভাড়া দিবো ঠিক আছে; কিন্তু তার আগে এই ছাদ ঠিক করে দিতে হবে। কারণ এটা প্রায়ই কেপে উঠে এবং গুড়াঁ গুড়াঁ চুনা পড়তে থাকে। আমার খুব ভয় হয়।
বাড়ীওয়ালা অভয় দিয়ে বলেনঃ আরে ওটা নিয়ে ভয় পাওয়ার নিছু নেই। ওটার ভিতরে আল্লাহর ভয় ঢুকেছে। তাই মাঝে মাঝে আল্লাহর স্মরণে একটু কেপে উঠে।
ভাড়াটিয়াঃ এ জন্যেই তো ভয়।
বাড়ীওয়ালাঃ কেন কেন?
ভাড়াটিয়াঃ কোন সময় আবার আল্লাহর ভয়ে সেজদায় লুটে পড়ে তাই।
বিষয়: সাহিত্য
১৩৫৭ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বাস্তব জীবনে ধর্মের লেশমাত্র না থাকলেও নিজের স্বার্থ পুরণে ধর্মীয় আলোচনা কুটিল মানুষের স্বভাব!কৌতুক পুর্ণ লেখনীতে তা ফুটে উঠেছে!!
মন্তব্য করতে লগইন করুন