মহা প্রস্থানেও তুমি মধ্যে মণি...

লিখেছেন লিখেছেন আব্দুল মান্নান মুন্সী ২৭ অক্টোবর, ২০১৪, ০৮:০২:৪৮ রাত



তোমার স্বপ্ন পূরণ হবে-কিছু সময় লাগবে মাত্র

তোমার প্রয়ান জ্বেলে গেছে আলোর স্বপ্ন শিখা

যার দ্বায়ভার নিয়েছে তারুণ্যের জোয়ার

যে বীজ বপণ করেছ লাখো হৃদয়ে-তা আজ অঙ্কুরিত

বেড়ে উঠছে অদম্য সাহসে-কল্যাণী আহ্বানে

যাদের অন্তর মাঝে তুমি বেঁচে রবে আমরন

তোমার স্বপ্নের দুহাত দীর্ঘ্যতর হবে-দীগন্ত্য ছুঁতে

রশিকতার চ্ছলে কলে কৌশলে দিয়েছ ভালোবাসা-

ভালোবাসায় ভালোবাসায় শিখিয়েছ প্রভুর ভাষা,

আজ তোমার শিখানো ভাষায়-প্রতিবাদের আগুন জ্বলে

দলে দলে তারুণ্যের জোয়ার আজ-তাওহীদের ছায়াতলে

তুমি কলে কৌশলে চলে গেলে উর্দ্ধোলোকে-নয়া গন্তব্যে

রেখে গেলে একদল কল্যাণী ঝড়ো হাওয়া

যারা উল্টে দিবে তাগুতের ধূলির প্রাসাদ

মিথ্যার বুকের উপর দাড়াবে-তাওহীদি পতাকা হাতে

হাতে রবে ন্যায়ের তলোয়ার-যেখানে শান্তির বসবাস

তুমি চলে গেছো তারুণ্যের হৃদয়ে জ্বেলে গেছো-

দ্বীনের প্রজ্বোলীত মশাল-যার আলোয় আলোকিত তারুণ্য,

যে তারুণ্যের রক্তে লেখা হচ্ছে আগমীর ইতিহাস

তুমি চলে গেছো-দিয়ে গেছো আগামীর সুপ্রভাত

সালাম হে মহাবীর-মহা প্রস্থানেও তুমি মধ্যে মণি

তোমার দৃঢ় প্রত্যয়-ভেঙ্গে চুড়মার করেছে তাগুতের দম্ভ্য

দিশেহারা জালিম আজ মজলুমের রোশানলে

শুধু সময়ের ক্ষানিক বাকি-ধূলোয় মিশে যাবে-

তারুণ্যে ত্বাকবির ধ্বনিতে জালিমের সিংহাসন,

এই মাঁনচিত্রে আবারো বেঁজে উঠবে-তাওহীদের জয়োগান

তোমার স্বপ্নরা দলে দলে বুকে ধরবে-মোহাম্মদী আদর্শ

যে স্বপ্নের বাহনে চরে তুমি আজ-জান্নাতের সবুজ পাখি

বিষয়: সাহিত্য

১২৬২ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

278707
২৭ অক্টোবর ২০১৪ রাত ০৮:১৪
ফখরুল লিখেছেন : তোমার জ্বেলে যাওয়া আলোয় আলোকিত হবে জমিন।
সে আলোয় পথ খুঁজে পাবে হাজারো পথহারা মুমিন।

ভালোবাসা রেখে গেলাম। Rose Rose Rose
২৯ অক্টোবর ২০১৪ দুপুর ১২:০৫
222976
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : কার জন্য রেখে গেছেন জানিনা তবে আমি সযতনে আপনার ভালোবাসা তুলে রাখলাম....ভারোবাসা আপনার জন্য ইনফিনিটি....Love Struck Love Struck Love Struck
২৯ অক্টোবর ২০১৪ দুপুর ১২:৪১
222994
ফখরুল লিখেছেন : Love Struck Love Struck Love Struck
278709
২৭ অক্টোবর ২০১৪ রাত ০৮:১৯
ওমর শরীফ লিখেছেন : অসাধারন Rose Rose Rose
২৯ অক্টোবর ২০১৪ দুপুর ১২:০৮
222978
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : অনেক দিন পর ওমর শরীফ ভাইকে পেলাম...এটা এর জন্য অনেকটা আমিও দায়ী...স্বাগতম ভাই আপনাকে।Love Struck Love Struck Love Struck
২৯ অক্টোবর ২০১৪ দুপুর ১২:৪১
222996
ফখরুল লিখেছেন : ইনশাআল্লাহ কবি ভাই আমরা নিয়মিত থাকব।
278717
২৭ অক্টোবর ২০১৪ রাত ০৮:২৭
আফরা লিখেছেন : শুধু সময়ের ক্ষানিক বাকি-ধূলোয় মিশে যাবে-

তারুণ্যে ত্বাকবির ধ্বনিতে জালিমের সিংহাসন,

এই মাঁনচিত্রে আবারো বেঁজে উঠবে-তাওহীদের জয়োগান । ইনশা আল্লাহ !

ভাল হয়েছে ভাল লেগেছে ।ধন্যবাদ
২৯ অক্টোবর ২০১৪ দুপুর ১২:০৯
222980
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : শুভেচ্ছা হে বোইনি বছরান্তে....আন্তরিক ধন্যবাদ।Happy Happy Happy
278728
২৭ অক্টোবর ২০১৪ রাত ০৮:৫১
অনেক পথ বাকি লিখেছেন : সময় শুধু অপেক্ষার ,, পরিবর্তন হবেই হবে ইনশাল্লাহ
২৯ অক্টোবর ২০১৪ দুপুর ১২:১০
222982
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : ইনশা আল্লাহ্....Love Struck Happy
278752
২৭ অক্টোবর ২০১৪ রাত ১০:০৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো Rose Rose Rose সত্য বিজয়ি হবেই।
২৯ অক্টোবর ২০১৪ দুপুর ১২:১১
222983
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : আপনাকে স্বাগতম ভাই....ইনশা আল্লাহ সত্য বিজয়ি হবেই। Love Struck Happy
279953
৩১ অক্টোবর ২০১৪ দুপুর ১২:৩৮
প্রবাসী মজুমদার লিখেছেন : তুমি চলে গেছো তারুণ্যের হৃদয়ে জ্বেলে গেছো-
দ্বীনের প্রজ্বোলীত মশাল-যার আলোয় আলোকিত তারুণ্য,
যে তারুণ্যের রক্তে লেখা হচ্ছে আগমীর ইতিহাস
তুমি চলে গেছো-দিয়ে গেছো আগামীর সুপ্রভাত

...কি নিদারুণ অনুভূতি। বিন্দুরু মাঝে সিন্দু। ধন্যবাদ হে কবি। একজন ক্ষণজম্না মানুষ এ জাতির মাঝে বিশাল এক সম্ভাবনা তৈরী করে েরখে গেছে। সত্যিই চমতকার। ধন্যবাদ।
০২ নভেম্বর ২০১৪ দুপুর ১২:৫৮
224101
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : ...কি নিদারুণ অনুভূতি...!!!আন্তরিক ধন্যবাদ মজুমদার ভাই ধন্য করলেন অনুভুতি দিয়ে....আগামীর প্রেরনা পেলাম।Love Struck Love Struck Love Struck
280953
০৪ নভেম্বর ২০১৪ রাত ০১:০৩
নিশা৩ লিখেছেন : অসাধারন! শহিদদের প্রতিচ্ছবি চোখের জলে আঁকা হলো কবিতা পড়ে।
০৪ নভেম্বর ২০১৪ রাত ০৮:১০
224797
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : আবেগী মন্তব্যে আমিও অশ্রুশিক্ত....নিশাত আপনার মন্তব্য মিস্ করি...Love Struck নিবেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File