যত চতুর, তত ফতুর মহাজনী বাণী পুরোপুরি একশত ভাগ সত্যবচন জানি ।
লিখেছেন লিখেছেন মন সমন ২৭ অক্টোবর, ২০১৪, ০৭:০২:৫৭ সন্ধ্যা
পা তে ব সা মা ছি
... মুহাম্মদ ইউসুফ
দিনের শেষে মলিন বেশে
রাশির ফেরে আছি
কর্মদোষে শনির দশা
পাতে বসা মাছি !
আমি নাকি ভালই আছি
হাঁকেন কর্তৃপক্ষ
কাঁদব নাকি হাসব আমি
বৃন্তচ্যুত লক্ষ্য !
জলের ছোঁয়া পাই না খুঁজে সবুজে
জীবন কাটে অ-সুখে আর অ-বুঝে !
বিজয়-হাসি হাসছে দেখ চাতুর্য
বিদায় নেবে সরলতার মাধুর্য ?
যত চতুর, তত ফতুর মহাজনী বাণী
পুরোপুরি একশত ভাগ সত্যবচন জানি ।
২৭-১০-২০১৪
ঢাকা, বাংলাদেশ ।
বিষয়: বিবিধ
৯৬২ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন