কত কাল থাকিবে তামিম?
লিখেছেন লিখেছেন খান জুলহাস ২৭ অক্টোবর, ২০১৪, ০৬:৪৫:৩৫ সন্ধ্যা
ক্রিয়াঙ্গনে ক্রিকেট ছাড়া বাংলাদেশের অন্য কোন খেলায় তেমন সফলতা নেই। শুধু ক্রিকেটে ভাল খেলার কারণে বাংলাদেশ একটু পরিচিতও বটে।
২০১৪ সালে তেমন কোন সফলতা নেই বাংলাদেশের। হার আর হার। হারের বৃত্ত থেকে বেরুতে পারছে না ক্রিকেটাররা। যদিও আজ টেস্টে জিম্বাবুয়েকে ৩ উইকেটে হারিয়ে বাংলাদেশ।
দুর্দান্ত প্রতাপে দলে চান্স পাওয়া নাসির ইতিমধ্যেই অফফর্মের কারণে দলের বাইরে। এটা ক্রিকেটের নিয়মও বটে। ফর্ম না থাকলে সাধারনত তাকে দলে রাখা হয় না। তবে ফর্মে ফিরলে দলে জায়গা হয়। এমন ঘটনা ঘটেনি এমন ক্রিকেটার খুজে পাওয়া মুশকিল।
পৃথিবীতে যত গ্রেড ক্রিকেটার আছে তাদের জীবনেও অফফরম নামের রোগটা দেখা দিয়েছে।
ছিটকে পরেছেন দল থেকে ফর্মে ফেরার সাথে সাথে দলে ফিরেও এসেছেন।
এমনকি বর্তমানে ভারতে ওপেনার শেবাগও অফফর্মের কারণে দলের বাইরে।
কিন্তু তামিম ইকবালের বেলায় এ কথা মিথ্যা।
যত বার শূন্য রানে আউট হয়না কেন দলে সে থাকছেই। কবে যে সে সেঞ্চুরি করেছে তা তামিম নিজেই ভূলেই গেছে। শূন্যের পর শূন্য। তারপর অদৃশ্য কারনে দলে টিকে আছেন।
কেন? তার জায়গায় অন্য কাউকে সুযোগ দেয়া কি যায় না। আমি তামিমের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছিনা। তবে অফফর্ম থাকার পরও দলে অন্য কাউকে সুযোগ কেন দেয়া হচ্ছে না।
তামিম এখন ফর্মে নেই। তারপরও কেন দলে সে থাকছে।
ওপেনিংয়ে জুনাইদ সিদ্দিকী ও শাহরিয়ার নাফিসের মত ব্যাটসম্যানদের সুযোগ না দিয়ে ভাঙ্গাডোলটা শুধু বাজাচ্ছে বিসিবি।
যা ক্রিকেটের জন্য ক্ষতিকরও বটে।
তােই বিসিবির কাছে অনুরোধ করছি এখনও সময় আছে ভাঙ্গা ডোলটা না বাজিয়ে নতুন ডোল বাজানোর অনুরোধ করছি।
বিষয়: বিবিধ
৯৫৩ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন