Sad Sad Sad

লিখেছেন লিখেছেন আব্দুল মান্নান মুন্সী ০৩ অক্টোবর, ২০১৪, ১২:২৬:৪৬ রাত

সময়ের বিবর্তনে মানুষের পরিবর্তন,

কারনে অকারনে সম্পর্কে কর্তন,,

সন্ধেহের তীর বিষ মেখে ছুরে,

বুক নয় তীর-হৃদয়টাই ভেদ করে,,

হঠাৎ বুঝিনা-বুঝি খানিক পরে,

আমিতো মরিনা শুধু হৃদয়টাই মরে।

বিষয়: বিবিধ

১২৯৮ বার পঠিত, ২১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

271007
০৩ অক্টোবর ২০১৪ রাত ১২:৪১
আফরা লিখেছেন : যে কোন সম্পর্কে সন্দেহ যদি ডুকে সে সম্পর্ক টিকিয়ে রাখা কঠিন ।অনেক ধন্যবাদ ভাইয়া ।

০৩ অক্টোবর ২০১৪ সকাল ১১:৩৫
215160
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : তাই ... বিশ্বাসকে ধরে রাখতে পারাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ্ যেন সব প্রিয়জন, আপনজনদের মধ্যকার বিশ্বাসকে আরো দৃঢ় করে দিন। আমীণ।
০৫ অক্টোবর ২০১৪ রাত ১০:৩৭
215848
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : আমি খুব অল্পে কষ্ট পাই আবার অতি সামান্যে মহানন্দে নাচি...আমি ভাবি আমি এমন কেন...?আমি পাগল নাকি<?
271010
০৩ অক্টোবর ২০১৪ রাত ১২:৫১
ফেরারী মন লিখেছেন : এইজন্যই সব কিছুতে বিশ্বাস থাকতে হয় রাখতে হয়। মানুষের উপর থেকে বিশ্বাস হারিয়ে গেলে আর থাকে কি Sad
০৫ অক্টোবর ২০১৪ রাত ১০:৩৯
215849
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : বিশ্বাস টিকিয়ে রাখা কঠিন নিশ্বাস টিকানোর চেয়ে...কারন সন্ধেহ যে বিশ্বাসের প্রতিবেশি...Love Struck Love Struck Love Struck Happy
271031
০৩ অক্টোবর ২০১৪ সকাল ০৫:৪৩
প্রবাসী মজুমদার লিখেছেন : মুন্সির কবিতায় আমি অভিভুত। মুন্সী জেগে আছে থাকবে ইনশাল্লাহ। এ মুন্সী এক সময় লক্ষ জনতার সামনে কবি হিসেবে মাল্য পাবে সেদিনের অপেক্ষায়।
০৩ অক্টোবর ২০১৪ সকাল ১১:৩৩
215158
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : ইনশা আল্লাহ্
০৫ অক্টোবর ২০১৪ রাত ১০:৪৫
215850
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : কয়টা লাইন লিখে গুরুকে যে খুশি করতে পারি তা লক্ষ্য টাকা দিয়ে করতে পারোমনা....আর তিনার একটা মন্তব্য আবারো একটা নতুন লিখার ঝড় তুলে...মাঝে মধ্যে কাছরে দূরের কত মানুষের কষ্টইনা যে বুকে বিঁধে...তাই হয়তো দুচার লাইন হয়ে বের হয় জানি এগুলো কবিতার কাতারে পরে কিনা...আন্তরিক সালাম ও শুভেচ্ছা মজুমদার ভায়ের প্রতি...মুন্সী।
০৮ অক্টোবর ২০১৪ দুপুর ০২:৪৬
216449
প্রবাসী মজুমদার লিখেছেন : কবিদের হৃদয়ে প্রজ্বলিত বাতি অন্যদের মত হয়না। কবিরা সমাজের অনাকাঙ্খিত বিষয় নিয়ে কবিতার শব্দে জ্বলে পুড়ে ছাই হয়। তার পর ছাই থেকে বের হয়ে আসে মুক্তা। পড়ে মানুষ শিহরিত হয়। মুন্সী তাদেরই একজন। কবিতা তাকে ঘুমাতে দিতে পারেনা। ধন্যবাদ।
271094
০৩ অক্টোবর ২০১৪ সকাল ১১:৩১
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : Sad Sad Crying Crying
সময়ের বিবর্তনে মানুষের পরিবর্তন,
কারনে অকারনে সম্পর্কে কর্তন,,

সন্ধেহের তীর বিষ মেখে ছুরে,
বুক নয় তীর-হৃদয়টাই ভেদ করে,,

হঠাৎ বুঝিনা-বুঝি খানিক পরে,
আমিতো মরিনা শুধু হৃদয়টাই মরে।
অনেক সুন্দর ছন্দের মন কাড়ানো কবিতায় অত্যন্ত কষ্টভরা কথাগুলো বলার জন্য আমার মনের ভিতর থেকে ধন্যবাদ জানবেন ভাইয়া। Thumbs Up Thumbs Up Big Hug Big Hug
০৫ অক্টোবর ২০১৪ রাত ১০:৪৮
215853
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : আপনার মন্তব্যে ভূয়সী প্রশংসা তা অনেক বড় মনের মানুষই করতে পারে...আন্তরিক ধন্যবাদ ভাই।
271124
০৩ অক্টোবর ২০১৪ দুপুর ০২:৪১
আহ জীবন লিখেছেন : মাত্র ছয় লাইন। কলিজায় কত গভীরে ঢুকল বোধহয় তল খুজে পাবো না।
০৩ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:২৭
215287
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আহ্ মণি ভাইয়া..... তোমার কলিজার ডেপ্থ্ মানে গভীরতা কয় ফূট? :Thinking :Thinking Tongue Tongue
০৩ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:০৫
215308
আহ জীবন লিখেছেন : ইনফিনিট বা আলফা বা ২২/৭ যা ই বল।
০৩ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:১০
215313
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : Crying Crying Crying Crying Crying
০৩ অক্টোবর ২০১৪ রাত ০৯:১৭
215343
আহ জীবন লিখেছেন : কাঁদার কি হল? এটা চিরন্তন সত্য। কলিজা তো রুপক মাত্র।
০৩ অক্টোবর ২০১৪ রাত ০৯:২১
215344
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : Crying Crying Crying Crying Crying Crying
০৩ অক্টোবর ২০১৪ রাত ০৯:৫১
215346
আহ জীবন লিখেছেন :


কাদেনা কাদেনা কাদেনা জাদু মনি। নাও ললিপপ খাও।
০৫ অক্টোবর ২০১৪ রাত ১০:৪৯
215856
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : শুধু বলবো আপনার অনুভুতির আমার প্রতি স্বশ্রদ্ধ্য সালাম....Love Struck Love Struck Love Struck
271187
০৩ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:০৪
আহ জীবন লিখেছেন : ইনফিনিট বা আলফা বা ২২/৭ যা ই বল।
০৫ অক্টোবর ২০১৪ রাত ১০:৫১
215858
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : জীবন বোধের বহির প্রকাশ পায় আপনার নামে....Happy Happy Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File