তুমি যদি!
লিখেছেন লিখেছেন Md. Ziaur rahman ০৩ অক্টোবর, ২০১৪, ১২:৩৯:০৬ রাত
তুমি যদি চাঁদ হও, নীল আকাশে,
তারা হয়ে আলো দিব, তোমার পাশে।
তুমি যদি নদী হও, সুন্দর ধরনীর পিঠে,
ঢেউ হয়ে দোলা দিব, তোমার বুকে।
তুমি যদি বৃক্ষ হও, আমি হব পাতা,
সব সময় বলবো তোমায়, আমার মনের কথা।
তুমি যদি শিল্পী হও, আমি হব গান,
আমাকে গেয়ে তুমি, সতেজ করবে আমার প্রাণ ।
বিষয়: বিবিধ
১০০৪ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন