দুর্ভাগ্য গণতন্ত্রের...
লিখেছেন লিখেছেন আব্দুল মান্নান মুন্সী ১৯ এপ্রিল, ২০১৪, ০৮:০৪:০৬ রাত
আর কত গালমন্দে ক্ষমতার দম্ভে ফাটল ধরবে-
নির্লজ্যের মতো আর কত মিথ্যার মালা গাঁথবে?
গণতন্ত্রের যন্ত্রাংশে স্বাধীনতার শুরুতেই জং ধরেছে-
এখন গণতন্ত্র চলছে-হিংস্রতন্ত্রের ব্রেকহীন গতিতে,
গদিতে চালক স্বজ্ঞানেই পতনের ঝুঁকি নিয়েছেন-
মরণ কামর বসিয়েছেন-ষোলকোটি প্রাণের মানচিত্রে,
চারিদিকে ঘৃণা আর প্রতিবাদি ধিক্কারে কর্ণপাত নেই-
নেই ভ্রুক্ষেপ সিংহাসনের সিংহ মশাই জেগে উঠছেন,
আয়নায় এখনো গণতন্ত্রের মানস কণ্যাই দেখছেন!
দুর্ভাগ্য গণতন্ত্রের-যে তন্ত্রের ব্যাখ্যা আজ বহুরুপি,
যে খুশি-যেমন খুশি-যখন খুশি-যেখানে খুশি-দিচ্ছেন,
এর সবই বিনা বাঁধায় মরণ ধাঁধাঁয়-জাতি গিলছেন!
এ জাতীর মালিকানার দাবিদার আজ বহুজনের!
কেউ এ ধারায়-কেউ ঐ ধারায়-সবাই দাঁ ধারায়
জাতি মোটা তাজা হয়-কোরবানির ক্যালেন্ডার আগায়।
বিষয়: সাহিত্য
১১৩৭ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এখন দেখি গনতন্ত্রই দিচ্ছে দুর্নীতিবাজদের নেতৃত্ব।
মুখে বলি গনতন্ত্রের কথা কাজে করি দুর্নীতি
তাহলে কি বলতে এরই নাম রাজনীতি।
মিশরে যেমন গনতান্ত্রিকভাবে নির্বাচিতরা পারেনি তেমনি বাংলাদেশেও সম্ভব নয়। তাই গনতন্ত্রের পিছনে ধাওয়া না করে সঠিক কর্মপন্থা নির্ধারন করতে হবে।
গণতন্ত্রের মাথায় পচন,
নাই নাই দাওয়াই নাই
এই তন্ত্রের মরন চাই,
একশকুটি ধন্যবাদ-মজুমদার ভাই।
গণতন্ত্রের গান গাই...
যাই যাই চল যাই
যোদ্ধ ছারা উপায় নাই
বাংলাদেশে দেশি ছারা-বাঙ্গালীদের ঠাঁই নাই।<:-P
মন্তব্য করতে লগইন করুন