দুর্ভাগ্য গণতন্ত্রের... Rolling on the Floor

লিখেছেন লিখেছেন আব্দুল মান্নান মুন্সী ১৯ এপ্রিল, ২০১৪, ০৮:০৪:০৬ রাত

আর কত গালমন্দে ক্ষমতার দম্ভে ফাটল ধরবে-

নির্লজ্যের মতো আর কত মিথ্যার মালা গাঁথবে?

গণতন্ত্রের যন্ত্রাংশে স্বাধীনতার শুরুতেই জং ধরেছে-

এখন গণতন্ত্র চলছে-হিংস্রতন্ত্রের ব্রেকহীন গতিতে,

গদিতে চালক স্বজ্ঞানেই পতনের ঝুঁকি নিয়েছেন-

মরণ কামর বসিয়েছেন-ষোলকোটি প্রাণের মানচিত্রে,

চারিদিকে ঘৃণা আর প্রতিবাদি ধিক্কারে কর্ণপাত নেই-

নেই ভ্রুক্ষেপ সিংহাসনের সিংহ মশাই জেগে উঠছেন,

আয়নায় এখনো গণতন্ত্রের মানস কণ্যাই দেখছেন!

দুর্ভাগ্য গণতন্ত্রের-যে তন্ত্রের ব্যাখ্যা আজ বহুরুপি,

যে খুশি-যেমন খুশি-যখন খুশি-যেখানে খুশি-দিচ্ছেন,

এর সবই বিনা বাঁধায় মরণ ধাঁধাঁয়-জাতি গিলছেন!

এ জাতীর মালিকানার দাবিদার আজ বহুজনের!

কেউ এ ধারায়-কেউ ঐ ধারায়-সবাই দাঁ ধারায়

জাতি মোটা তাজা হয়-কোরবানির ক্যালেন্ডার আগায়।

বিষয়: সাহিত্য

১১৩৭ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

210266
১৯ এপ্রিল ২০১৪ রাত ০৮:১৪
ফখরুল লিখেছেন : গনতন্ত্র মানে জানি জনগনের রাজত্ব,
এখন দেখি গনতন্ত্রই দিচ্ছে দুর্নীতিবাজদের নেতৃত্ব।
মুখে বলি গনতন্ত্রের কথা কাজে করি দুর্নীতি
তাহলে কি বলতে এরই নাম রাজনীতি।
১২ মে ২০১৪ রাত ০৮:১২
168318
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : ফখরুল ভাই কেমন আছেন ? অনেক মিস করি আপনাদের......Love Struck
210281
১৯ এপ্রিল ২০১৪ রাত ০৮:৩৫
মাজহার১৩ লিখেছেন : গনতন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্টা হবে না হবে না। তাই গনতন্ত্রের গান গেয়ে লাভ নেই। আওয়ামী ফ্যাসীবাদ যেভাবে অবৈধ ভাবে ক্ষমতা দখল করেছে তেমনি ইরানের ইসলামী বিপ্লবের মতই বিপ্লবের ক্ষেত্র তৈরী করে সুষ্পষ্ট বিপ্লবের মাধ্যমে ইসলাম প্রতিষ্টা করতে হবে।
মিশরে যেমন গনতান্ত্রিকভাবে নির্বাচিতরা পারেনি তেমনি বাংলাদেশেও সম্ভব নয়। তাই গনতন্ত্রের পিছনে ধাওয়া না করে সঠিক কর্মপন্থা নির্ধারন করতে হবে।
১২ মে ২০১৪ রাত ০৮:১৩
168319
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : মিশরে যেমন গনতান্ত্রিকভাবে নির্বাচিতরা পারেনি তেমনি বাংলাদেশেও সম্ভব নয়। তাই গনতন্ত্রের পিছনে ধাওয়া না করে সঠিক কর্মপন্থা নির্ধারন করতে হবে। মাজহার ভাই মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ,এবং স্বাগতম।
210282
১৯ এপ্রিল ২০১৪ রাত ০৮:৩৬
নীল জোছনা লিখেছেন : জ্বালময়ী কবিতা। Thumbs Up
১২ মে ২০১৪ রাত ০৮:১৪
168321
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : আপনার মন্তব্যে আমি খুবই খুশি....Happy
210355
১৯ এপ্রিল ২০১৪ রাত ১১:০৭
ফেরারী মন লিখেছেন : এভাবেই বাঁচতে হবে আমাদের কিছু করার নাই। সুন্দর কবিতার জন্য ধন্যবাদ
১২ মে ২০১৪ রাত ০৮:১৪
168322
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : কৈ থাকেন আপনি....?Love Struck Happy
210866
২০ এপ্রিল ২০১৪ রাত ০৯:০৯
সুমাইয়া হাবীবা লিখেছেন : ভাবনাগুলো বরাবরের মতই সুন্দর।
১২ মে ২০১৪ রাত ০৮:১৫
168323
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : আন্তরিক ধন্যবাদ হাবিবা আপু...Happy Love Struck
221658
১৫ মে ২০১৪ সকাল ০৫:৩৬
প্রবাসী মজুমদার লিখেছেন : নীল জোছনা লিখেছেন : জ্বালময়ী কবিতা। Thumbs Up
১৫ মে ২০১৪ দুপুর ১২:২৯
169198
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : এক কথায় বহুবন.....
গণতন্ত্রের মাথায় পচন,
নাই নাই দাওয়াই নাই
এই তন্ত্রের মরন চাই,
একশকুটি ধন্যবাদ-মজুমদার ভাই।
221677
১৫ মে ২০১৪ সকাল ০৮:৪০
আহ জীবন লিখেছেন : মাজহার১৩ লিখেছেন : গনতন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্টা হবে না হবে না। তাই গনতন্ত্রের গান গেয়ে লাভ নেই।
১৫ মে ২০১৪ দুপুর ১২:৩৩
169199
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : লাভ লসের বালাই নাই
গণতন্ত্রের গান গাই...
যাই যাই চল যাই
যোদ্ধ ছারা উপায় নাই
বাংলাদেশে দেশি ছারা-বাঙ্গালীদের ঠাঁই নাই।<:-P

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File