চিৎকার করে কাঁদায় শিশুকে শ্বাসরোধে হত্যা করল পিতা!
লিখেছেন লিখেছেন অরুণোদয় ১৯ এপ্রিল, ২০১৪, ০৯:০৫:২৫ রাত
চিৎকার করে কাঁদায় শিশুকে শ্বাসরোধে হত্যা করল পিতা!
একজন যু্বক পিতা গেম খেলার পাশাপাশি টেলিভিশন দেখছিল। এসময় তার ১৬ মাস বয়সী ছেলে একনাগারে কাঁদতে লাগল। কান্নার শব্দে খেলায় মনযোগ দিতে না পেরে শ্বাসরোধ করে হত্যা করল নিজের ছেলেকে। এ ঘটনার পর বর্তমানে ঐ নিষ্ঠুর পিতা জেলে রয়েছে।
সিবিএস নিউজের খবরে বলা হয়, আমেরিকার ফ্লোরিডা রাজ্যের সিটরাস কাউন্টির বাসিন্দা কডি ওয়াইজান্ট। ২৪ বছর বয়সী এই যুবক পিতা রাতের বেলা টিভি দেখার পাশাপাশি এক্সবক্স গেম খেলছিল। এ সময় তার ১৬ মাস বয়সী শিশুপুত্র ডেমেয়ন ওয়াইজান্ট চিৎকার করে কাঁদতে শুরু করে। কান্নার শব্দে গেম খেলায় বিঘ্ন ঘটে।
এক পর্যায়ে যুবক পিতা রাগে শিশুপুত্রের নাক ও মুখ তিন-চারবার এমনভাবে চেপে ধরে যে, শিশুটি নিস্তেজ হয়ে পড়ে। এরপর বিছানার চাদর দিয়ে শিশুর শরীর ও মাথা ঢেকে রাখা হয়।
৫ ঘন্টা পর সকাল ৭ টায় যখন চাদর সরানো হয় তখন দেখা যায় শিশুটি নড়াচড়া করছে না। তার সারা শরীর নীল হয়ে গেছে। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করে।
সিটরাস কাউন্টির প্রধান নির্বাহী কর্মকর্তা জেফ ডসি বলেছেন, এটা অবিশ্বাস্য যে একজন পিতা তার পুত্রকে হত্যা করতে পারে। ঘটনাটি (নিজ শিশুকে হত্যা) একজন মানুষের মনকে হতবুদ্ধি করে দেয়।
তিনি আরো বলেন, আমাদের একমাত্র স্বস্তি হলো যে, আমরা ঘটনা জানার পর কডি ওয়াইজান্টকে দ্রুত বিচারের মুখোমুখি করতে পেরেছি। আর যারা ডেমেয়নকে (নিহত শিশু) চিনত এবং ভালোবাসত তাদের প্রতি আমাদের প্রার্থনা রইলো।
নির্মম হত্যাকাণ্ডের ঘটনাটি যখন ঘটে তখন কডি ওয়াইজান্টের বান্ধবী অর্থাৎ শিশুটির মা বাসায় ছিল না।
এছাড়া, এ ঘটনার পর কডি ওয়াইজান্টের তিন মাস বয়সী অপর শিশুকে কর্তৃপক্ষের হেফাজতে নেওয়া হয়েছে। সূত্র: সিবিএস নিউজ।
http://www.timenewsbd.com/news/detail/10219
বিষয়: বিবিধ
১১৪৮ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন