ভন্ডপীরের খাঁদেম (সুবিদাবাদ জিন্দাবাদ)
লিখেছেন লিখেছেন আব্দুল মান্নান মুন্সী ১৪ এপ্রিল, ২০১৪, ০৭:৩৯:৫৬ সন্ধ্যা
ভন্ডপীরের খাদেম তেলে বেগুনে জ্বলে উঠেছে
আতেঁ ঘাঁ লেগেছে চামচামির মোমবাত্তির!
এত্তোদিন ক্ষুদার্ত ছিলো-এখন পেটে কিছু পরেছে
তাই জেগে উঠেছে চামাচামির মাথার পোঁকা,
সুনেছি রাজনিতিতে যেমন ত্যাগ আছে-
আছে তেমনই রাজনৈতিক বেয়াদব,
কিন্তু বেয়াদবির সীমা নেই তা জানতামনা-
জাতী হাঁসল-তার লালা ফেলানো উত্তেজনা দেখে!
সেকি অকৃত্তিম চামচামির অভিনয়-নেত্রী অভিবুত!
না জানি বাবার মতো কোন খেতাবে ভূষিত করে
নোবেল ছিনতাই করা যায় না-গেলে ইউনুস মিয়ার ভাগ্যে শুধু বেলটাই মিলতো,
এক অখ্যাত মেজর ফাঁসি ভয় মাথায় নিয়ে ঘোষনা দিলো-
আমরা স্বাধীন-রাতারাতি ইতিহাস হয়ে গেলো,
এক ত্যাগি রাজনিতির বরপুত্র ধরা দিলো-স্বইচ্ছায় মরার ভয়ে,
হলো সেও ইতিহাস-তবে এক ভাঙ্গা রেকর্ডের ,
আজ শহীদদের রক্ত যখন সত্য বলা শুরু করেছে!
আতেঁ ঘাঁ লাগছে বিখ্যাত বিতর্কিত-চামচাদের
যাদের মুক্তিযোদ্ধের ইতিহাস লিখেছিলো রায়হান বাহদুর-
তাই সে আজো ফিরে এলোনা যোদ্ধের ময়দান থেকে,
সিরাজ সিকদারের ইতিহাস আজ ওপেন সিক্রেট,
তবু জাতী দৈর্যের ঠান্ডা তৈল মাথা মেখে ঘুমায়!
কারন এ জাতী এখন শাহরুখ খানদের খুবই ভক্ত-
যারা বাংলাদেশিদের তেল বেচে-ঠান্ডা ঠান্ডা কুল কুল।
বিষয়: সাহিত্য
১৩০১ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যারা বাংলাদেশিদের তেল বেচে-ঠান্ডা ঠান্ডা কুল কুল।
ধন্যবাদ হে কবি
আজ লিখে যাও যাহা চাহে মনে,
জাতি আজ শব্দ বিদ্রোহীদের অপেক্ষায়
কবিতা জাগাবে প্রতিবাদীকে রণে।
আগুন জালাও প্রতিটি ঘুমন্ত হ্রদয়ে
বারুদের গন্ধ বের হোক শব্দে
বিদ্রোহী কবিতার মৃত্যু নেই
থাকবে চিরদিন আগামীর অব্দে।
কল্পনায় শব্দ বুনে বুনে
ছাড়িয়ে যাও স্বপ্নের গন্ডি,
অনিয়মের বেড়াজাল ভেঙ্গে
ছিন্ন করে অসভ্যদের মুন্ডি।
জেল জুলুমের তালা ভাঙ্গার কবিতা লিখ
জাগিয়ে দাও ঘুমন্তদের
গগন বিদারী আওয়াজ ধেয়ে আসছে
প্রাসাদ ভেঙ্গে দিতে নমরুদের।
এটি আপনার জন্য উতসর্গ্।
মন্তব্য করতে লগইন করুন