ধর্ষণের বদলা ধর্ষণ!

লিখেছেন লিখেছেন এমদাদ ১৪ এপ্রিল, ২০১৪, ০৭:৩৭:০৭ সন্ধ্যা

কন্যার ধর্ষণের বদলা নিতে অভিযুক্তের স্ত্রীকে চারজনকে দিয়ে গণধর্ষণ করালেন নির্যাতিতার মা। আর এই অপরাধে নিজের স্বামীকেও যুক্ত করতে এতটুকু কুন্ঠিত হননি ওই মহিলা। ভারতের উত্তরপ্রদেশের বরাবাঁকি জেলার হায়দরগড়ে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।

একটি সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী, নিজের স্বামীর অপরাধের মাশুল দিতে হল ওই গণধর্ষিতাকে। এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বর্তমানে জেলে রয়েছেন তার স্বামী। ধর্ষকের স্ত্রীকে গণধর্ষণ করিয়ে মেয়ের নির্যাতনের প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন ওই কিশোরীর মা। এজন্য তিনি তিন ব্যক্তিকে ডেকে আনেন। এই কাজে শামিল হতে নিজের স্বামীকেও রাজি করান তিনি। এরপর তারা কিশোরীকে ধর্ষণে অভিযুক্তের স্ত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে একটি ফাঁকা জায়গায় গণধর্ষণ করে। পরে তাকে রাস্তার ধারে ফেলে রেখে পালিয়ে যায় ওই মহিলা ও তার দলবল।

রোববার সকালে স্থানীয় বাসিন্দারা ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।– সংবাদ সংস্থা।

বিষয়: বিবিধ

১৩৩৫ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

207816
১৪ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৪৭
আঁধার কালো লিখেছেন : বলেন কি? ধন্যবাদ ।
207852
১৪ এপ্রিল ২০১৪ রাত ০৮:০৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : যে দেশে পর্নষ্টার রা হয় আদর্শ সেই দেশের এই অবস্থা অস্বাভাবিক নয়।
207869
১৪ এপ্রিল ২০১৪ রাত ০৮:১৮
এহসান সাবরী লিখেছেন : ভয়াবহ!
207885
১৪ এপ্রিল ২০১৪ রাত ০৮:৪৩
মাটিরলাঠি লিখেছেন : দুঃখজনক ও ভয়ঙ্কর।
207914
১৪ এপ্রিল ২০১৪ রাত ১০:০২
বিন হারুন লিখেছেন : যেই যন্ত্রের সাহায্যে ধর্ষণ করে, ধরে তা কেটে নিলেই ল্যাটা চুকে যায়. নিরীহ আরেক জনকে ধর্ষণ করা কিছুতেই মেনে নেওয়া যায় না.
১৪ এপ্রিল ২০১৪ রাত ১০:০৩
156500
বিন হারুন লিখেছেন : দেশে ন্যায় বিচার না থাকলে জনগণ এরূপ ভুল করে.
207999
১৫ এপ্রিল ২০১৪ রাত ০৩:২৭
সবুজেরসিড়ি লিখেছেন : এটা সমর্থন যোগ্য নয় , এক জনের আপরাধের সাজা অন্য জন পেতে পারে না । যে অন্যায় করেছে তাকে উপযুক্ত সাজা দেওয়ায় উত্তম . . .
208766
১৬ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:১৯
এমদাদ লিখেছেন : ধন্যবাদ, ভালো লাগলো Thumbs Up Thumbs Up

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File